“অসংখ্য সুর ভেসে বেড়ায় পৃথিবীর বাতাসে শুরুটা গভীর আগ্রহে শেষটা হয় বিষাদে, সকাল-বিকাল, সন্ধ্যাদুপুর বাদ্যদলের নিখঁত আয়োজনে। নর্তকীরা নাচে, পায়ের পর পায়ে শেষ ছন্দটি ভুলে যায় প্রতি মুর্হূতে, অশ্রু বিন্দু বেয়ে পড়ে অঞ্জাতে। শ্মশান ঘাটে প্রায় উলঙ্গ উন্মাদ নাচে গায় প্রার্থনা করে। একটি অবুঝ শিশু জানালা দিয়ে চেয়ে থাকে লজ্জা, অফুরন্ত বিস্ময় নিয়ে।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।