আমাদের কথা খুঁজে নিন

   

মায়া

Dream Today,Create Tomorrow........

এসেছি ভবে জানি একদিন চলে যেতই হবে নিজের ছায়াটুকু রবে পড়ে এ ভূবনের প্রান্তে হারিয়ে খুঁজি নিজেরই অজান্তে কি আজব লীলা তোমার সাঁই স্বপ্নের মাঝে বাস্তব কিংবা বাস্তবরূপে স্বপ্ন খুঁজে যাই। ধীরে ধীরে গড়েছি মায়ার সংসার এই ভবের রঙ্গীন হাট বাজারে মলিন ধূসর সন্ধ্যা থাকে পড়ে কোলাহল থামলে উড়িয়ে দিলাম ফানুস হায়রে আজব মানুষ গড়ছে বিধি এমনি রূপী দেখেও সবি হয় না হুশ সাধের পাখি রেখেছি তারে পাঁজর খাঁচায় ভরে এতো সোহাগ ভালোবাসা দিলাম তবুও ছেড়ে যাবেই মোরে সেই ভয়ে ভয়ে কাটাই প্রহর কবে উড়ে গিয়ে শূণ্য করে ঘর রঙ্গ মেলা সাঙ্গ হয়ে পড়ে রয় ধূসর প্রান্তর.........................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।