আমাদের কথা খুঁজে নিন

   

যে কারনে মজনু পাগল হইয়াছিল

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে যে কারনে মজনু পাগল হইয়াছিল যে কারনে প্রেম যাতনা সইয়াছিল সে কারনে আমি পাগল প্রায়… কোথায় গেলে শান্তি পাবো দে বলে আমায় মা্‌হমুদা মা্‌হমুদারে এ যন্ত্রনা সওয়া বড় দায়। সূর্য ওঠে সূর্য ডুবে রাত্রি আসে নেমে সবই চলে নিয়ম মত আমি গেছি থেমে শুধু আমি গেছি থেমে তর প্রেমে পড়িয়া জীবন দুই চক্ষু ভাসায়। কোথায় গেলে শান্তি পাবো দে বলে আমায় মা্‌হমুদা মা্‌হমুদারে এ যন্ত্রনা সওয়া বড় দায়। কষ্ট বড় কষ্ট আমার দুঃখ নদী বয় সবাই আমার আপন জনা মা্‌হমুদা তুই নয় ওরে মা্‌হমুদা তুই নয় দিন রজনী কাত্তর অ তর প্রেমের পিপাশায়। কোথায় গেলে শান্তি পাবো দে বলে আমায় মা্‌হমুদা মা্‌হমুদারে এ যন্ত্রনা সওয়া বড় দায়। ইতি তোমার ভালবাসার ভিখারী মামুন খাঁন


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.