আলো অন্ধকারে যাই... বালুর নিচ থেকে জেগে উঠল দু’শ বছরের পুরনো সাম্পান। পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের ঝাউবাগান সংলগ্ন এলাকায় সমুদ্রের ঢেউয়ের তোড়ে বালুর স্তর ধুয়ে গিয়ে বিশাল এ সাম্পানের প্রায় তিন ফুট জেগে উঠেছে তিন দিন আগে। ছইবিহীন এ নৌকাটির চারদিক দিয়ে পিতলের পাত লাগানো রয়েছে। নৌকাটির ‘গুরাগুলো’ (খুঁটি) জেগে ওঠার পর এটি দেখতে স্থানীয় লোকজনসহ পর্যটকরা ভিড় করছে। কেউ কেউ পিতলের পাতগুলো খুলে নেওয়ার চেষ্টা করছে। বাদশা মিয়াসহ স্থানীয় প্রবীণ ব্যক্তিরা সাম্পানটি দু’শ বছরের পুরনো ধারণা করে বলেন, মিয়ানমারের আরাকান থেকে বিতাড়িত রাখাইনরা এ সাম্পানে কুয়াকাটায় এসেছিলেন। বয়োবৃদ্ধ গুইমাতিং বলেন, তিনি শুনেছেন, এমন নৌকায় করেই তার পূর্বপুরুষরা এখানে এসেছেন। তবে কেউ কেউ বলেন, ব্রিটিশ আমলে সৈনিকরাও এ সাম্পানটি ব্যবহার করে থাকতে পারে। কুয়াকাটার পৌর প্রশাসক ও ইউএনও জানিয়েছেন, নৌকাটি রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্রঃ http: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।