আমি অতি সাধারন,কিন্তু মনে হয় কিছু অসাধারণত্ব আমার মাঝে বিদ্যমান আছে। আমি সেটাকে বাস্তব রূপ দেয়ার চেষ্টায় এই প্রচেষ্টা। ভেঙ্গে যায় স্বপ্ন,ভেঙ্গে যায় মন নিরাশার কবিতা ঢেকেছে যে ক্ষণ আমার ভাষাগুলু কান্না হয়ে হয়ে যায় বালুর প্রাসাদ মতন !! কি ভুল হয়েছিল , কি সে রেখা অদৃষ্টের গায়ে শুধু দুঃখ আঁকা আর পারি না যে বইতে এখন হয়ে যায় বালুর প্রাসাদ মতন !!! আলো ভেবে আশা দিয়ে,গাঁথি মালা নয়নের নোনা জলে আলেয়ার খেলা বারে বারে জ্বেলে যায় শোকের দহন হয়ে যায় বালুর প্রাসাদ মতন !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।