জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে, গত কয়েক দিন ধরে হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে দেশের বেশ কয়েকটি দৈনিক ও অনলাইন সংবাদপত্রে যে সংবাদ প্রকাশিত হয়েছে—তা সত্য নয়।
নিউইয়র্ক থেকে টেলিফোনে অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাযহারুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, হুমায়ূন আহমেদের তৃতীয় সার্জারি হয়েছে বলে একটি খবর প্রকাশিত হয়েছে। তাঁর তৃতীয় কোনো সার্জারি হয়নি। হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে প্রকাশিত খবরও সম্পূর্ণ মিথ্যা।
কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদপত্রে ওনার শারীরিক অবস্থা নিয়ে প্রকাশিত মিথ্যা সংবাদ অযথাই বিভ্রান্তি সৃষ্টি করেছে। সে সঙ্গে তাঁর পরিবারের অন্য সদস্যদের মধ্যে তৈরি করেছে উদ্বেগ ও উত্কণ্ঠা।
মাযহারুল ইসলাম আরও বলেন, হুমায়ূন আহমেদের প্রথম সার্জারি হয় ১২ জুন। এরপর কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় ২১ জুন আরো একটি সার্জারি করা হয়। চিকিত্সকেরা বলেছেন, পরপর দুটি বড় সার্জারি হওয়ায় তাঁর শারীরিক উন্নতি একটু ধীরে হচ্ছে।
তবে তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে
View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।