জীবন অনেক সুন্দর, তবু অনিচ্ছাতে জীবনটাকে নষ্ট করে ফেলি।
অভিসারে যাও এই বিকেলে,
ঘুরে বেড়াও তুমি হাসিমাখা
মুখে,
সাথে থাকে সে যাকে তুমি
চাও,
সে আর তুমি-
সুখ মাখা ছবি । ।
যে পথে তুমি চলো তার সাথে,
সে পথ সদা প্রাণচঞ্চল,
আলোক দ্যুতি ঘিরে থাকে যেন
তোমার ও তার চলার পথে । ।
স্নিগ্ধ চাহনি - মৃদু হাসাহাসি,
হাতে হাত রেখে পাশাপাশি
দু'জন, ধীর লয়ে হাঁটো -
এ-ই যেন তোমাদের জীবণ
ও জগৎ !
হঠাৎ হঠাৎ থেমে যাও তুমি,
তাকিয়ে দেখ সাথিটাকে তোমার,
সে-ও তাকায় তোমার চোখে,
তোমাদের মাঝেই জীবণ-প্রশান্তি । ।
গোধূলীর রাঙা আলোর মাঝে
সওয়ার হয়ে সন্ধ্যা নামে,
তবু তোমাদের চলার পথের
পুরোটা যেন আলোকোজ্জ্বল;
তোমাদের দ্যুতি সুখহীণ
প্রাণে - শত সুখের প্রদীপ জ্বালে;
যার হৃদয়ে দুখে দহণ,
তার হৃদয়ও ব্যাথা ভুলে যায়
শুধু এই ভেবে -
তুমি তো সুখী । ।
অভিসারে যাও এই বিকেলে,
ঘুরে বেড়াও তুমি হাসিমাখা
মুখে,
সাথে থাকে সে যাকে তুমি
চাও,
সে আর তুমি-
সুখ মাখা ছবি ।
।
যে পথে তুমি চলো তার সাথে,
সে পথ সদা প্রাণচঞ্চল,
আলোক দ্যুতি ঘিরে থাকে যেন
তোমার ও তার চলার পথে । ।
স্নিগ্ধ চাহনি - মৃদু হাসাহাসি,
হাতে হাত রেখে পাশাপাশি
দু'জন, ধীর লয়ে হাঁটো -
এ-ই যেন তোমাদের জীবণ
ও জগৎ !
হঠাৎ হঠাৎ থেমে যাও তুমি,
তাকিয়ে দেখ সাথিটাকে তোমার,
সে-ও তাকায় তোমার চোখে,
তোমাদের মাঝেই জীবণ-প্রশান্তি । ।
গোধূলীর রাঙা আলোর মাঝে
সওয়ার হয়ে সন্ধ্যা নামে,
তবু তোমাদের চলার পথের
পুরোটা যেন আলোকোজ্জ্বল;
তোমাদের দ্যুতি সুখহীণ
প্রাণে - শত সুখের প্রদীপ জ্বালে;
যার হৃদয়ে দুখে দহণ,
তার হৃদয়ও ব্যাথা ভুলে যায়
শুধু এই ভেবে -
তুমি তো সুখী । । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।