আমাদের কথা খুঁজে নিন

   

অভিসারে বিপাশা

বলিউডি অভিনেত্রী বিপাশা বসু গোপনে প্রেম করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সাবেক প্রেমিক অভিনেতা হারমান বাওয়েজার সঙ্গে! সম্প্রতি গোয়াতে ছুটি কাটিয়ে ফিরেছেন ওই জুটি। খবর জি মিডিয়া ব্যুরোর।
হারমান এবং বিপাশা বেশ চুটিয়েই প্রেম করছেন। নতুন প্রেমিক সম্পর্কে বিপাশা মনে করেন, শেষ পর্যন্ত তার জীবনের ‘মি. রাইট’কে খুঁজে পেয়েছেন তিনি।
এক মাস আগে গোয়ার একটি অভিজাত ভিলায় হারমানসহ ঘনিষ্ট বন্ধুদের নিয়ে নিজের জন্মদিন পালন করেন বিপাশা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিপাশার মা এবং বোনও হারমানকে খুবই পছন্দ করেছেন। নিজেদের মধ্যে সবকিছু গুছিয়ে আনলেও এখনও সম্পর্কের বিষয়টি কারও কাছে খোলাশা করেননি ওই জুটি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।