আমাদের কথা খুঁজে নিন

   

আবারো অভিসারে রণবীর-ক্যাটরিনা

বর্তমান সময়ের আলোচিত জুটি রণবীর ও ক্যাটরিনা স্পেনের পর এবার নিউইয়র্কে অভিসারে যাওয়ার পরিকল্পনা করছেন।

রণবীরের ‘বেশরম’ ছবিটি ২ অক্টোবর মুক্তি পাচ্ছে। ছবি মুক্তির পরপরই নিউইয়র্কের উদ্দেশ্যে ভারত ছাড়বেন তারা।

একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে মিরর পত্রিকা জানিয়েছে, ক্যাটরিনা তার বিজ্ঞাপনের সমস্ত কাজ গুছিয়ে আনছেন। আর ভারতের বিভিন্ন শহরে ‘বেশরম’ ছবির প্রচারে ব্যস্ত রণবীর।

প্রচারণার কাজ প্রায় শেষের দিকে।

সূত্র জানায়, রণবীর-ক্যাট কিছু সময়ের জন্য বাইরে যেতে চান। এটা তাদের জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে। কারণ কঠোর পরিশ্রমের পর তারা দুজনেই ক্লান্ত।

উল্লেখ্য, রণবীর-ক্যাট দুজনেই একাধিক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আছেন।

কিন্তু নতুন ছবির কাজ টনিক হিসেবে কাজ করবে এই ভ্রমণ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।