আমাদের কথা খুঁজে নিন

   

অভিসারে যাওয়ার আগে রাধিকা

কালার বাশিঁ হলো বাম বলে শুধু রাধা নাম অভিসারে যাওয়ার আগে রাধিকা সাঁজ নিয়েছি নীল ময়ূরের ঘন নীল শাড়ি কোমড়ে পড়েছি রূপালি বিছা নাকে নাকছাপি। মন মেতেছে কালো ভ্রমরে সিঁদ কাটে দিনদুপুরে চাঁদ তুমি দূরে পালাও কেউ যদি দেখে ফেলে প্রানবন্ধুরে! ঝেপে আস তাড়াতাড়ি যমকালো রাত্রী সয় না আমার কোন দেরী ঢেকে দাও ব্রজভূমি তোমার চাদরে দেখা হবে মনের মানুষে গোপনে। ঘরের প্রদীপ ঘরে রইল টিমটিমে তাঁর আলো মন পড়ে রয় চাঁদের পানে বরন ঘন কালো। স্বীয়ভালে থাকে যে জনা চাঁদের আলো দেখেও দেখে না তাঁর সনে দিলাম আড়ি মনের মানুষই হয় রাধেঃস্বামী। ছাড়তে পারি প্রাসাদের ছায়া মন-মানুষের বড় মায়া বাঁশরীর সুর মনকাড়া জাদু করেছে সেই রাখালরাজা। রাধা যাবে আজ অভিসারে মিষ্টি চাঁদের সুবাসে বহু দিনের ঘাসফুলের সাধ শোভা দিবে নৃপতাজ। (আকিঞ্চন হতে সংগ্রহ)  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।