আমাদের কথা খুঁজে নিন

   

অন্যায় অভিসারে

কোন কিছু ঘটে কারণ সেটি ঘটার কথা ছিল। অন্যায় অভিসারে গতকাল সন্ধ্যায়, নিজের মনেরই মন্দায় গিয়েছিনু ঘুরিতে তোমাদেরই প্রিয় জলসায়। দেখিনু কত যুবক-যুবতী বসে আছে; বাহুডোরে জড়ায়ে তারা একে অপরের প্রেম যাচে। পাশ দিয়ে হেটে গেলাম; তাকালো না কেহ সে অবসর কোথা তাদের? যখন পাশাপাশি রসজ রসন পিয়াসী রসাবেশী রমণ-রমণী দেহ। অঙ্গের সাথে জড়িয়ে অঙ্গো করিছে তারা কত যে রঙ্গো! সুযোগ বুঝে সুকৌশলে তারা খেলিছে শৃঙ্গার- আদি কামনায় থরথর কাপিছে অঙ্গো; বেরসিক পাবলিক অকারণে কেবল বাড়িয়া তুলিছে *হাঙ্গার।

কামার্ত চোখগুলো সব ক্লান্ত অপেক্ষায়; খামছে-খুবলে, চেটে-চিমটে তার জ্বালা মিটায়। জাগাতে চায় না তবুও জাগে অঙ্গো। যদিও জানি কেহ নাই; থাকিলেও সাধ্য নাই; *মাগার, আমার মত কত যে *প্রুফ্রক মাগে সঙ্গো। তৃষিত সব যৌবনবতী সীমাহীন যৌবন ভারে, এক একটি হেলানো মন্দির; ঠেকনা হিসাবে পেয়েছে প্রেমিকেরে। দেখে শুনে মনে হয় সব *কাতিমাসী মদ্দা আর মাদী কুকু্‌র, অসীম তাড়নায় ক্ষেপে গিয়ে খুজে ফেরে জোড়, অবহেলে মুগুর।

[*হাঙ্গার- খুধা (ইংরেজি Hunger)। *মাগার-তবও। *প্রুফ্রক- টি.এস. এলিওটের ''The Love Song of J. Alfred Prufrock'' কবিতার কথক। সে নিজের বহু সমস্যার কারণে প্রেম করতে সাহস করে না। প্রেম করার জন্য যে মানসিক শক্তি লাগে তা তার নেই।

বর্তমান প্রেম ভালোবাসা ও জীবনরীতি তার কাছে সারশুণ্য ও ভন্ডামী মনে হয়। *কাতিমাসী-কার্তিক মাসের; এই মাসে কুকুরদের মধ্যে প্রবল যৌনাবেগ দেখা যায়। এই সময় তারা ক্ষ্যাপা থাকে। ] [সোহরাওয়ার্দী উদ্যান, জিয়া উদ্যান এবং বলধা গার্ডেনের বর্তমান চিত্র ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.