আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিটি পুরুষের ভিতর বাস করে একেকটি নারীলোভী হায়েনা।

এখনো গেলনা আঁধার............... প্রতিটি পুরুষের ভিতর বাস করে একেকটি নারীলোভী হায়েনা। মুখোশের অন্তরালে ঢাকা থাকে মুখ পবিত্র নিস্পাপ মুখোশে দেখা যায়না লোলুপ চাহনি কালো সানগ্লাসের আড়ালে যেমন দেখা যায়না চোখ। আড়চোখে তাকায় পাশে হেটে যাওয়া কিন্নরি বুকের দিকে সেটে থাকে রমণির নিতম্বে, কটিদেশে অথচ তার ফেসবুক দেখলে মনে হয়, উনি প্রচন্ড নারীবাদি আড়ালে ঘুরে ফেরে, নিষিদ্ধ পাতায় তারপর দৌড়ে যায় একাকীত্বের জায়গায় নিজেই নিজেকে উজাড় করে, নিজস্ত হস্তমৈথুনে। অথচ উনি প্রচন্ড রকম নারীবাদী কিন্তু কাজের মেয়েটা কোনমতেই একাকী সামনে আসেনা কারণ সুযোগ পেলেই তার বুকে হাত পড়ে সাহেবের। ঘরোয়া শিক্ষক সুযোগ পেলেই ফিজিক্স কেমিস্ট্রির প্রাকটিকেল পড়াতে চান।

বাসে বা মার্কেট প্লেসেও রেহাই নেই, সুবোধবেশী নারীবাদি সাহেবের হাত থেকে। প্রচন্ড নারী বাদী উনি। তাই অফিসের স্টেনোমেয়েটাকে মাঝে মধ্যে ডেকে নেন কামরায়। সারাদিন পথে -ঘাটে, অফিসে -বাসায় নারীত্বের চরম অবহেলা, অপমান সারার পর স্ট্যাটাস আসে ধর্ষক ও ইভটিজারের শাস্তি চাই। আবারো বলছি-- প্রতিটি পুরুষের ভিতর বাস করে একেকটি নারীলোভী হায়েনা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.