আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিটি নারীকে মা মনে হয়

----------শাফিক আফতাব----------- আমার দুঃখের কাহিনী শুনবে, এসো, শোনো ; তারাভরা রাতের গল্প। রাত্রিটি বৈশাখের ধবল জোছনার রাত ; আমি তিন বছরের শিশুটি ; মায়ের স্তন্য পান করি। বুঝিনা বুঝিনা ; পেটপুরে খেতে পারলেই আমার আর কিছুই লাগেনা। হঠাৎ রাতে মা আমার চিৎকার দিয়ে উঠলেন, তার কথা বন্ধ হয়ে গেলো ; তাঁর মুখ দিয়ে পাগল মানুষের ফেনা বেরুতে লাগলো। আমি মায়ের বুকের দুধের জন্য সাড়া হলাম।

সেদিন হঠাৎ চোখের পাতায় কোথা থেকে ঘুম এসেছিলো জানিনা। সকালে উঠে দেখি মা আমার নিথর পড়েন আছেন। তাঁকে সাদা শাড়িতে মুড়িয়ে আমাদের আঙিনায় বানানো একটি ঘরে রাখা হলো ; আমাকে বলা হলো ওখান থেকে মা আমার জন্য লজেন্স নিয়ে আসবেন; অথচ মা আমার সেই যে গেছেন, আজও লজেন্স নিয়ে আসেননি। মা’র মুখ মনে নেই এই শহরের অজস্র নারীর মুখে আমার মায়ের মুখ খুঁিজ ! ঠাওর করতে পারিনা। তাই আজ প্রতিটি নারীকে আমার মা মনে হয়।

স্তন্যদানমায়ের করুণাময় মুখ মনে হয়। ২০.০২.২০১৩ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.