আমাদের কথা খুঁজে নিন

   

রাতের প্রতিটি প্রহর

চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে

একটা বুলেট এসে বিঁধে বুকের বামে হৃদপিন্ডটাকে টেনে ছিঁড়ে বের করে নিয়ে যায় পিছনে আর ক্ষত দিয়ে গড়িয়ে পড়তে থাকে রক্তের প্রবাহ পুরো শরীর ভিজে যায় লাল রক্তের বন্যায়। মাথাটার ঝিম ছড়িয়ে পড়তে থাকে গোটা দেহে স্তব্দতায় জমাট বাঁধে হীম শীতলতা ক্রমশঃ ঘোলাটে হয় চোখ ঝাপসা হতে থাকে আমার চারপাশ শরীরটা বোধ হারায় তন্দ্রায়.......। চিন্ চিন্ করে ওঠে পাজরের দু'পাশ এবার শূন্য বুকটা ভেদে গজ্ গজ্ ঢোকে কিছু একটা আমি নিজেকে অনুভব করি কোন ক্রুশে বিদ্ধ হয়ে ঝুলে আছি যেন মৃত্যুর প্রতিক্ষায়। শরীর চুইয়ে ঝরে রক্ত, অস্থি, মজ্জ্বা অপেক্ষায় প্রহর কাটে না প্রাণ সংহারে কাক -শকুন, শেয়াল- কুকুর লাশের গন্ধ শোকে কালো ছায়া বিবশ করে ফেলে ক্রমে....... এভাবে কাটে আমার রাতের প্রতিটি প্রহর।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।