আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিটি সকাল হোক শুভ

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে। তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

আমার কবিতায় কেন যে শুধু চলে আসে নদী। স্রোত আসে, ঢেউ আসে, বাঁধ-ভাঙার শব্দ হাসে বন্যার উল্লাসে।

কাঁকর-বালির হিসেব-নিকেশে জোত-জমির আয়েশ-আবেশ। বিষ-বাতাসে মাখা থাকে নুন-স্বাদের অনুভব। ক্ষীণ-সুখ কন্ঠনালীর। গাছের গল্প-গুলি শেকড় চালায় মাটির শরীরে। ডালপাতা ভাঙে ফুলের সুখ, কাঁটার অসুখ।

পাখি ওড়ে, বাসা বাঁধে কখনও-বা ডানা ঝাপটায়, ঝরা-পালক ডুবে মরে গাঙে অবুঝ যারা তারায় বুঝি তারায়-তারায় কাঁদে। আমার শব্দগুলি ঘোড়দৌড়ের নয়, হ্রেষা-ধ্বণি ছড়িয়ে পড়ে, গড়িয়ে পড়া ভাবনায়। বরফের দেশে মেঘের আঙিনায়, বাজও চমকায়। বাধার পাহাড় সরিয়ে তবু সূর্য আলো দেয় রঙধনু আঁকা জীবন আবেগের।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.