আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রীর মুখে আঠালো টেপ

কে আমার আমি কার ক্লাসে দেরিতে যাওয়া, পাঠে অমনোযোগ কিংবা পাঠ্য বিষয়ে অনুশীলন ঠিকঠাকমতো না করলে শিক্ষার্থীদের ক্লাসের বাইরে দাঁড় করানোর রীতিটা উপমহাদেশে নতুন নয়। তবে ছাত্রীর মুখে আঠালো টেপ (স্কচটেপ) লাগিয়ে পাঁচ ঘণ্টার বেশি ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখার কথা হয়তো শোনেননি অনেকেই। অমানবিক এ কাণ্ডটিই করেছেন ভারতের হায়দরাবাদের এক বেসরকারি স্কুলের অধ্যক্ষ। বেশি কথা বলার অভিযোগ এনে স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীকে এ শাস্তি দেন তিনি। ভুক্তভোগী ছাত্রীর নাম সৈয়দা সদর ফাতিমা।

সে পুরাতন হায়দরাবাদ শহরের নূরখান বাজার এলাকার স্যাম ব্রিটিশ স্কুলে পড়ছে। এ বিষয়ে জানতে চাইলে দ্য হিন্দুকে ফাতিমা বলেন, ‘ক্লাসে অধ্যক্ষ প্রবেশের পর এক সহপাঠীর সঙ্গে কথা বলছিলাম আমি। বিষয়টি অধ্যক্ষের নজরে এলে তিনি শ্রেণীশিক্ষক মিসেস সাজিদাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আমার মুখে আঠালো টেপ লাগানোর নির্দেশ দেন। এরপর ক্লাসের বাইরে দিনভর দাঁড় করিয়ে রাখা হয় আমাকে। মুখে টেপ লাগানো থাকায় এ সময়ে কিছু খেতেও পারিনি।

আমি কেবল কথা বলছিলাম। আর এতেই আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলেন শিক্ষক (অধ্যক্ষ)। ’ জানা গেছে, গতকাল ওই সাজা ভোগ করে একপর্যায়ে স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে ফাতিমা। বিষয়টি মা-বাবাকে জানায় সে। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর বাবা সৈয়দ মুজতাবা হোসাইন পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পরে পুলিশ বাদী হয়ে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ও ৩৪১ ধারায় ‘আঘাত ও ভুল শাস্তি দেওয়ার’ অভিযোগ এনে অধ্যক্ষ ও শিক্ষকের বিরুদ্ধে মামলা করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি। ঘটনা প্রসঙ্গে ফাতেমার বাবা হুসেইন বলেন, বিষয়টির প্রতিবাদ করতে গেলে পাল্টা ‘যা পারেন করেন’ বলে হুমকি দেন অধ্যক্ষ। এর পরিপ্রেক্ষিতে দাবিরপুরা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে স্কুলের কর্মকর্তাদের কাছে জানতে চাইলে ছাত্রীর মুখে টেপ লাগানোর অভিযোগ অস্বীকার করে তাঁরা বলেন, স্কুলে শারীরিক শাস্তি দেওয়া হয় না।

তবে বেশি কথা বলার জন্য তিরস্কার করা হয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.