আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয় ছাত্রীর ব্যাগ ছিনতাই

আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! আজ বেলা তিনটার দিকে শিবগঞ্জ থেকে সেনপাড়া রাস্তার গলিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রী ছিনতাইএর কবলে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায় শিবগঞ্জ থেকে ক্যাম্পাসে আসার পথে এ ঘটনা ঘটে। মোটরসাইকেল এক আরোহী সাদা টি-শার্ট পরিহিত এক যুবক রিকশায় আরোহী তিন ছাত্রীর ব্যাগ ধরে টান দেয়। ব্যাগ টানাটানির এক পর্যায়ে লিমা আক্তার নামে শিক্ষার্থীকে রিকশা থেকে ফেলে দেয় সে যুবক এবং ব্যাগ নিয়ে পালিয়ে যায়। লিমা হাতে ও মুখে ব্যাথা পেয়েছে।

পরবর্তীতে তাকে ক্যাম্পাসে হেলথ কেয়ার সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অন্য দুজন শিক্ষার্থীর নাম শারমিন আক্তার ও ফাতেমা তুজ জোহরা। তাদেও ব্যাগের ভেতর মোবাইল, টাকা, আইডি কার্ড, ক্রেডিট কার্ড সহ জরুরী কাগজ পত্র ছিল। এদিকে খোঁজ নিয়ে জানা যায় আলুরতল, সেনপারা, টিলাগড় সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের একটি সংগবদ্ধ চক্র রয়েছে। রাজনৈতীক ছত্রছায়ায় তারা কাজ কওে বলে বারবার থাদেও ধরা হলেও রহস্যজনক ভাবে তারা ছাড়া পেয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টও আনোয়ার হোসেন জানান-আমরা এ ব্যাপাওে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিয়েছি। তারা যথাযথ ব্যবস্ধা নিবে। উল্লেখ্য গত মাসে সিকৃবি সংলগ্ন এলাকায় ছিনতাই, ছুড়িকাহতর মতো ঘটনা ঘটেছে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.