আমাদের কথা খুঁজে নিন

   

শুধু পাইনি খুঁজে আমার মাঝে লুকিয়ে থাকা আমিকে ।

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** জীবন আমাকে অনেক কিছু দিয়েছে, কখনো কেঊ ভালোবেসে আগলে রেখেছে, ♥ কখনো সেই ভালোবাসা আমাকে নিঃশেষ করেছে, কেওবা তার প্রয়োজনে ব্যাবহার করেছে। -_- কখনো বন্ধুরা অনেক সুখ দিয়েছে, কখনো ভালবাসার মানুষের চোখে অবহেলা দেখেছি। কখনো কারো অসীম ভালোবাসায় নতুন জীবন পেয়েছি। ♥ জীবনে অনেক কিছু দেখেছি, খুব প্রিয় মানুষের মৃত মুখ দেখেছি। কারো মুখে হাসি ফুটিয়েছি। তো কাওকে অনেক কষ্ট দিয়েছি। দেনা পাওনার হিসেব এখন আর মিলাই না। চাওয়া পাওয়ার হিসেব কসতে সাহস হয়না। সব কিছুই হয়ত পেয়েছি জীবন থেকে, শুধু পাইনি খুঁজে আমার মাঝে লুকিয়ে থাকা আমিকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.