দেখেছিলাম যে আসমানী শিশুকালের কল্পনায়- হাড়জিরে বুক, ভুক্ত নয়ন, দুঃখ সুখের অন্তনাই। বয়েসী তার ছাপমারা মুখ, শূন্য উদাস দৃষ্টি আর বয়স কালের ছবিই বলে সুখের কোন গল্পনাই। নব্বইটি বর্ষা শেষে জীবনের গুধুলি এসে- হৃদয়ের আকশে আজ মেঘের ফুয়ারা। জনিনা, সুখে কি দুখে তোমার অন্তলুকে সে মেঘে 'সুখ' না ঢাকা আকশের তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।