আমাদের কথা খুঁজে নিন

   

সেকালের নায়ক আর একালের হিরো

Selfish Shellfish

দেখতে দেখতে ২০০৯ সালের ও মে মাস চলে আসলো কিন্তু মাঝে মাঝে এখনো মনে হয় যে বিটিভির যুগ এখনো শেষ হয়ে যায়নি! আজও মনে পড়ে, শত বাধা বিগ্রয় উপেক্ষা করে যখন শুক্রবারের বাংলা ছায়াছবি দেখতাম...আহা, সুখের দিন ছিলো ! x-files, বাকের ভাই, টিনেজ মিউটেন্ট নিন্জা টার্টেল্স, ক্যাপ্টেন প্ল্যানেটের পরেই আমার প্রিয় ছিলো কাঞ্চন স্যার অভিনিত চলচ্ছিত্র! একবার রোজিনা ম্যাডাম, একবার অঞ্জু ম্যাডাম, একবার চম্পা ম্যাডাম, দিতি ম্যাডাম এবং... আর কারো নাম সঠিক মনে পড়ছে না...যাই হোক, সেই সময়ের কি মারাত্মক নাচ, গান আর ইমোশনাল সিকুয়েন্স। কিন্তু আজ সে সব কো্থায় গেল!? এখনকার শাকিব খান আর শাকিবাদের ইনহারমোনিয়াস ভ্যাজর ভ্যাজর অসহ্য! উফ... এমনকি প্রধান চরিত্রদের বাবা-মায়েদের চরিত্রে যারা আছেন, তাদের যেন এফ ডি সির ভাঙাচুরা শ্যাওলাপড়া দেয়ালের দিকে তাকিয়ে থেকে থেকে হাপানি উঠে গেছে... তাইতো বলি, চাঁদা তুলে এলাকাটাকে রিনোভেট করা দরকার। দেশীয় চলচ্ছিত্র সমন্য--- দেখে হোন ধন্য---

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.