মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়ার প্রাক্তন কর্মীদের একটি দল নতুন এক স্মার্টফোন বাজারে এনেছে। স্মার্টফোনটির নাম ইয়োল-লা।
সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সেইলফিশ নামের উন্মুক্ত প্ল্যাটফর্মের অপারেটিং সিস্টেমচালিত ইয়োললা ফোনটিতে গুগলের অ্যান্ড্রয়েড ফোনের বেশিরভাগ অ্যাপ ব্যবহার করা যাবে।
বাজার বিশ্লেষকদের মতে, ইন্টারনেট জায়ান্ট গুগল এবং টেক জায়ান্ট অ্যাপলের জনপ্রিয়তার কারণে ইয়োললা ফোনটিকে অনেক বাধার মুখে পড়তে হচ্ছে।
ফোন সেটটি যারা আগে অর্ডার দিয়েছেন, প্রথম দিনে তাদের জন্যই শুধু ৪৫০টি ফোনসেট বাজারজাত করা হবে।
নির্মাতা প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা মার্ক ডিলন জানিয়েছেন, মানুষকে মোবাইল ফোন ব্যবহারের দিক থেকে উন্নত সুবিধা দেওয়ার ব্যবস্থা রয়েছে এতে। আইফোন থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসের বিভিন্ন সুবিধাও ফোনটিতে ব্যবহার করা যাবে।
ডিলন আরও বলেন “বিভিন্ন প্ল্যাটফর্ম আর স্টোরের অ্যাপ্লিকেশন ব্যবহার করার সুবিধা রাখা হয়েছে এতে। বিশ্বের অন্যতম প্ল্যাটফর্ম বানিয়েছি আমরা। ব্যবহারকারীদের পছন্দের সুবিধাও বেশি থাকছে এতে।
”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।