তোমাকে ভাবাবোই
সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের বিচার দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার 'সংবিধান সংরক্ষণ দিবস'র এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
সাবেক এই সেনা শাসক বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলেও সবচেয়ে বড় অপরাধী, বেঈমান সাহাবুদ্দিনের বিচার হয়নি। সাহাবুদ্দিন আমাদের নির্বাচন করতে না দিয়ে জেলে পাঠায়। তার বিচার করতে হবে।
তার বিচার না হলে জাতীয় পার্টি বিচার করবে। " স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। জাতীয় পার্টি দিনটিকে 'সংবিধান সংরক্ষণ দিবস' হিসেবে পালন করে থাকে। সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, "জাতীয় পার্টি আবার ক্ষমতায় যাওয়ার মতো শক্তি অর্জন করেছে। আমাদের ছাড়া আগামীতে কেউ সরকার গঠন করতে পারবে না।
সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম, বিসমিল্লাহ ও শুক্রবার ছুটি না থাকলে জাতীয় পার্টি তা মেনে নেবে না। "গত নির্বাচনে আমরা বঞ্চিত হয়েছি। পৌরসভা নির্বাচনে আমাদের প্রতি সুবিচার করা হবে বলে আশা করি। " সামরিক শাসনের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণের কথা স্বীকার করে তিনি বলেন, "ত্যাগের মধ্য দিয়ে সংবিধান রক্ষা করেছি। বর্তমানে গণতন্ত্রকে বিসর্জন দেওয়া হয়েছে।
এখন কাজে নয়, মুখে শুধু গণতন্ত্র আছে। " সুবিধা পাওয়ার জন্য জ্যেষ্ঠতা লংঘন করে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে অভিযোগ করে জাপা প্রধান বলেন, "প্রধান বিচারপতির নিয়োগ থেকেই অবিচার শুরু হয়। "
'লাশের রাজনীতি' করার জন্যই নূর হোসেনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন সাবেক এই রাষ্ট্রপতি।
জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার এরশাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানান।
'সংবিধান সংরক্ষণ দিবস' উপলক্ষ্যে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর শাখা পার্টির বনানীর কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।
জাপা ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি এএম ফয়সাল চিশ্তীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম হাবিব দুলাল, ফজলে রাব্বী, দেলোয়ার হোসেন, এসএম আলম, যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম, গোলাম মো. রাজু, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় মহিলা পার্টির সভাপতি লিলি চৌধুরী ও তুরাগ থানার সভাপতি জাকির হোসেন জিকু বক্তব্য রাখেন।
ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।