জীবন অনেক সুন্দর, তবু অনিচ্ছাতে জীবনটাকে নষ্ট করে ফেলি। আর কত মিথ্যে দিয়ে ঘর সাজাবো আমি?
অনেক হলো আর পারি না,
চাইছি তাই আজ সত্য আশা।
মিথ্যে আশ্বাস অনেক পেলাম,
আর চাই না মিথ্যে আশা।
স্বপ্নটাকে বিক্রি করে সুখী হতে
আর পারি না আমি।
উচিৎ ছিল স্বপগুলো ছুঁড়ে ফেলে
সুখের মাঝে ডুবে যাওয়ার।
হয়নি তা, আর কখোনও হবেও না।
-আমি পারি না আর, আর
কখোনও পারবও না।
মিথ্যেটাকে সত্য ভেবে বেঁচে ছিলাম,
বেঁচে আছি আজও আমি,
কিন্তু আর পারি না। ।
আশা সে-তো মরিচীকা,
আলো-ছাঁয়ার মজার খেলা,
আমার কাছে আজকে সবই
ভীষণ রকম দহন-জ্বালা!
আর চাই না, আর পারি না,
মিথ্যে আশায় মন ভরে না,
সত্য খুঁজে বেড়াই আমি,
তার যে কোন লেশ পাই না।
আর চাই না, আর খুঁজি না-
সত্যরূপে মিথ্যে আশা। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।