বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা
তীক্ষ্ণ একটা ছুরি বসিয়ে দিয়ো এই বুকে ...
তাও শান্তি পাবো ।
তবুও, তবুও মিথ্যে বলো না... অবিশ্বাসী হয়ো না । টলটলে জলের মত মনে তোমার মিথ্যাগুলি আজও বড় বেশী পোড়ে ।
পৃথিবীর সকল বিশ্বাস দিয়ে তোমার কথাগুলো বেঁধেছিলাম ।
বুঝলে না, বুঝলে না ঠিক কতখানি বিশ্বাস মাড়িয়ে গেছো তুমি ।
আর যাই করো, মিথ্যে বলো না । মিথ্যে দিয়ে কঠিন সত্যকে আড়াল করো না ।
আস্ত একটা ছুরি বসিয়ে দিয়ো এই বুকে ...
তাও শান্তি পাবো । তবুও মিথ্যে বলো না, কখনও না । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।