অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।
যাত্রির গান আজকাল খুব ভালো লাগছে। কিছু কিছু গান আছে চোখে পানি এনে ফেলে, সেরকম ভাবে ভালো লাগা নয়। মন ভালো করে দেওয়া, কিংবা মুখে হাসি এনে দেওয়া ভালো লাগা। 'কে ডাকে' প্রথম শোনার পর কয়েকদিন একাধারে শুনছিলাম গানটা।
'একটা গোপন কথা' এতো পছন্দ হয়েছিলো যে প্রোফাইলে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম বেশ কয়েক মাস। 'এই কি বেশি না' শোনার আগে লিরিকস পড়েছি, ভালো লাগে না। কিন্তু ক'দিন পর গানটা শোনার পর আর থামাতে ইচ্ছা করে না!
সেদিন আরও কিছু গান শুনলাম, 'একটু পরে' 'মিথ্যে প্রেম' ও আরও দু'তিনটা। এর মধ্যে 'মিথ্যে প্রেম' সবচেয়ে বেশি ভাবিয়েছে। চারপাশে কতোগুলো প্রেম যে মিথ্যে হয়ে উড়ছে কে জানে! আজকালকার 'পোলাপাইন' ( ) দের জন্য কষ্ট লাগে।
শুধু শুধু মিথ্যে প্রেমে সময় নষ্ট করার চেয়ে সত্যি প্রেমের জন্য অপেক্ষা করলেই হয়।
কথাগুলো তুলে দিলাম।
সেই নীল জামা পরলে তুই
ইচ্ছে করে একটু ছুঁই
আমার দেওয়া দুলটা কই
মন খুলে আমি আজ বলবই
আয় না কাছে হাতটা ধরি
ছন্দ ছাড়া গল্প করি
কিছু কিছু স্বপ্ন গড়ি
সন্ধ্যা হলে ফিরবো বাড়ি
পারবি তো বল... কি চেয়েছি তোর কাছে
জীবন থেকে আমায় শুধু একটা বিকেল দে
বলবো যে...
মিথ্যে প্রেম!
প্রেম মানেই ছোট্ট গাড়ি
বিকেল বেলায় ঘুরোঘুরি
কথায় কথায় ঘুমের বড়ি
সন্ধ্যা হলে ফিরবো বাড়ি
এর পরও নাকি প্রেম মহান... প্রেম সুন্দর
প্রেম শেষ হলে পুরস্কার
ছোট্ট সুখের ঘর
করবি চল...
মিথ্যে প্রেম!
প্রেম মানেই একটু বসা
দুঃখ মনে তবুও হাসা
দেখছে সবাই তাই ভালোবাসা
কি কথা হবে তাই ঠিক করে আসা
এর পরও নাকি প্রেম মহান... প্রেম সুন্দর
প্রেম শেষ হলে পুরস্কার
ছোট্ট সুখের ঘর
করবি চল...
মিথ্যে প্রেম!
ভিডিও ক্লিপ এখানে। (এটা দেখে অবশ্য একটু খারাপ লেগেছে ছেলেটার জন্য!)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।