চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! জনৈক ব্লগার জাহিদ নীল আকাশ বলেছেন: বাংলাদেশের কোনো খবর নাই। বাংলাদেশের হাজারো দুঃখজনক খবর থাকতে ভারতের খবর নিয়া এত চিন্তিত কেন?
তাঁর জন্য পোষ্ট করলাম ।
পল্লীকবি জসীমউদদীনের ‘আসমানী’ কবিতার কেন্দ্রীয় চরিত্র আসমানীর (৯০) অবস্থা আশঙ্কাজনক। তিনি হূদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি কোমায় আছেন।
আসমানীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শনিবার আসমানীকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ছয় সদস্যের একটি মেডিকেল দল গঠন করা হয়। এর আহ্বায়ক ফরিদপুরের সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার।
ফরিদপুরের সিভিল সার্জন জানান, মেডিকেল দলটি রোববার ১১টার দিকে দ্বিতীয় দফা জেনারেল হাসপাতালের ২ নম্বর কেবিনে চিকিত্সাধীন আসমানীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
পর্যবেক্ষণে জানা গেছে তিনি হূদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি কোমায় আছেন। তার সিটিস্ক্যান করা প্রয়োজন। এই সুবিধা জেনারেল হাসপাতালে না থাকায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আসমানীর নাতি আক্রাম মল্লিক বলেন, “রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আসমানীকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি ওই হাসপাতালের মহিলা পেইং ওয়ার্ডের ১০ নম্বর শয্যায় চিকিত্সাধীন রয়েছেন।
ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আসমানী তিন-চার দিন আগে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে গত শনিবার তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে আসমানীর হাসপাতালে কোমায় আছেন এমন সংবাদে অনেকেই এই কালজয়ী নারীকে এক নজর দেখতে হাসপাতালে ভিড় করছেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।