আমাদের কথা খুঁজে নিন

   

ফরিদপুরের ঐতিজ্যবাহী পল্লীকবি জসিম মেলা ২০১২ ( ফটোব্লগ)

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: neo21580@yahoo.com গতকাল ফরিদপুরে শুরু হলো ঐতিজ্যবাহী পল্লীকবি জসিম মেলা ২০১২, মেলা ৭ই জানুয়ারী শুরু হবার কথা খাকলেও ফিতাকাটার জন্য মন্ত্রী না পাওয়ায় ১৩ই জানুয়ারী শুরু হল.. প্রতিবছর এই মেলায় শহরবাসী উতসব মুথর আনন্দে অংশগ্রহন করে... আমি আর বউ বেলা ৪.৩০শে মেলার উদ্দেশ্যে রিক্সায় করিয়া রওনা হইলাম...বাড়ীর কাছা কাছি আসতেই পুলিশ মামারা রাস্তা ব্লক কইরা সবাইরে নামাইয়া দিতেছে... আমরাও পায়ে হাইটা মেলার উদ্দেশ্যে রওনা হইলাম... কবির বাড়ীর সামনেই পারিবারিক গোরস্থান... এখানেই আমাদের পল্লীকবি জসিম উদ্দিন চিরনিদ্রায় সায়ীত আছেন.. মাঝে দেখাযায় ডালিম গাছ.. দাদির কবরের পাশের এই ডালিম গাছ নিয়া কবির কবর কবিতাটি লেখা.. "এই খানে তোর দাদির কবর ডালিম গাছের তলে... " মেলার গেট প্রধান ফটক দিয়া মেলায় প্রবেশ করছি.. মেলার স্টল... পাপড় খাবি আয় !!! আপুদের জন্য আচার>> আর একটু দুরেই নেতারা তেল মদ`ন প্রতিযগিতায় ব্যস্ত.. ঐ দিকে আর আগাইলাম না... আরো স্টল দেখতে লাগলাম... হরেক রকমের খাবার... অনেকেই তাদের স্টল সাজাইতেছে... মটরসাইকেলের খেলা.. স`াকাসের হাতি... পাশেই পেন্ডেল বানাচ্ছে.. আরেক পাশেই ম্যাজিক আর ম্যাজিক... ম্যাজিক চুলা লাগবো?? ৫টাকায় রান্না শেষ.. ( ইলেক্টিক্যাল ইন্ডাক্সসন কুকার এইখানে ম্যাজিক চুলা ) মেলায় সুন্দরীরা কুটির শিল্পের স্টলে.. কেনাকাটা করছে.. আরো কত খাবার দাবার... কুনটা নেবেন? মেলা শেষে আমি + আমার উনি ১০ টাকার চালতা আর ১০টাকার জলপইএর আচার আচার খাইতে খাইতে বাড়ীর উদ্দেশ্যে অটোরিস্কায় চড়িয়া যাত্রা শুরু করিলাম...  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.