কৃষ্ণপক্ষ তৃতীয়ার ঘোর অমানিশায় বিভোর রাত্রী জাগি বাতায়নে। নিভন্ত প্রদীপের ধুপছায়া ঘ্রান শিয়রে জাগে মৌন সহচর।আকন্ঠ পান করি থমকে যাওয়া একরাশ গাঢ় তরল আঁধারিকা । বুঁদ হয়ে থাকি মৌমিতাল রোমন্থনে। ভেসে আসে সুদূর হতে অতীতের গান।নস্টালজিক সেতারের কোমল গান্ধারে বাজে ইমন কল্যান। মৃদুমন্দ টুংটাং হৃদয়ে বুনে যায় ব্যাথাতুর মন্দ্রসপ্তিক। রংধনুর সাতরঙে জ্বলে হীরক শিখর হৃদয়ের বাতিঘরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।