আমাদের কথা খুঁজে নিন

   

শচীন দেব বর্মণ - রেয়ার বাংলা গান - ৪ সিডি বক্স-সেট

ভবের খেয়া এবার বাওয়া হইল আমার শেষ; এবার তরী ভাসিয়ে দিলাম পরপারের দেশ । । শচীন দেব বর্মণ (১৯০৬ - ১৯৭৫), এক অতুলনীয় সঙ্গীত কিংবদন্তীর নাম। ব্রিটিশ ভারতের কুমিল্লায় (অধুনা বাংলাদেশ) তাঁর জন্ম। তাঁর মা হলেন, প্রিন্সেস অফ মনিপুর, রাজকুমারী নির্মলা দেবী আর বাবা, নবদ্বীপচন্দ্র দেব বর্মণ হলেন ত্রিপুরার রাজা, ঈশ্বরচন্দ্র দেব বর্মণের একমাত্র পুত্র।

শচীন দেব বর্মণ, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করার পর, সুবিখ্যাত সঙ্গীতজ্ঞ কৃষ্ণ চন্দ্র দে (কে সি দে) -এর কাছে ৫ বছর সঙ্গীত শিক্ষা গ্রহন করেন। এরপর তিনি দিকপাল সঙ্গীতজ্ঞ ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের ও পরে আরেক কিংবদন্তী, উস্তাদ আলাউদ্দিন খানের শিষ্যত্ব গ্রহন করেন। এই সময়কালে, কাজী নজরুল ইসলামের সাথে তাঁর পরিচয় হয় এবং কবি তাঁদের আগরতলা ও কুমিল্লার বাসভবনে আতিথ্য গ্রহন করেন। ১৯৩২ এ কলকাতা রেডিওর শিল্পী হিসাবে তাঁর সঙ্গীত যাত্রার শুরু। এসময় বাংলা মঞ্চ নাটকে তিনি সঙ্গীত পরিচালনা শুরু করেন।

১৯৩৮ এ, ঢাকার মেয়ে মী্রা দাসগুপ্তের সাথে তাঁর বিবাহ হয় এবং ১৯৩৯ এ তাঁদের একমাত্র সন্তান রাহুল দেব বর্মণ জন্মগ্রহন করেন। এই সময়কালে, শচীন দেব বর্মণ, ত্রিপুরার রাজ পরিবারের সাথে সম্পর্কচ্ছেদ করেন। অনেকের মতে, সাধারন পরিবারের মেয়েকে বিবাহের কারনে রাজ পরিবার শচীন দেব বর্মনের উপরে অসন্তুষ্ট ছিল, আবার অনেকে বলেন, ত্রিপুরার রাজ পরিবার, শচীন দেব বর্মনের বাবা ও ভাইদের সাথে যে আচরন করত, তা মেনে নিতে না পেরেই তিনি সম্পর্কচ্ছেদ করেন। যাইহোক, কলকাতার বাংলা সিনেমা দিয়েই শচীন দেব বর্মনের সিনেমায় সঙ্গীত পরিচালনার শুরু। ১৯৪০ সালে 'রাজকুমারের নির্বাসন' ছবিটা হিট হওয়ার পর শচীন দেব বর্মনকে আর পিছে ফিরে তাকাতে হয়নি।

তবে সিনেমায় গান গাওয়ার, তাঁর প্রথম অভিজ্ঞতা সুখকর ছিল না। 'ইহুদি কি লারকি' সিনেমার জন্যে তিনি প্রথম প্লে-ব্যাক করেন। পরক্ষনেই তাঁর রেকর্ডকৃত গান বাতিল করা হয়, যা পাহাড়ি সান্যাল কে দিয়ে আবার নতুন করে গাওয়ানো হয়। অবশেষে 'সাঁঝের পিদিম' সিনেমায় তিনি প্রথম অফিসিয়াল প্লে-ব্যাক করেন। ১৯৪৪ এ তিনি ক্যারিয়ার গড়তে বম্বেতে পাড়ি জমান।

এরপর শুধু সাফল্যের ইতিহাস। তাঁর বাকি জীবদ্দশায় এমন কোনও সিনেমায় তিনি সঙ্গীত পরিচালনা করেননি, যা হিট হয়নি। এমন কোনও গান তিনি গাননি, যা কালজয়ী নয়, এমন কোনও শিল্পীর সংস্পর্শে তিনি আসেননি, যে শিল্পীর ক্যারিয়ার তাঁর কারনে নক্ষত্রে ধাবিত হয়নি। সেই যুগে সব সেরা শিল্পিই তাঁর পরিচালনায় ও নির্দেশনায় গান গেয়েছেন ও শ্রোতাদের মুগ্ধ করেছেন। তবে তিনি ছিলেন অকৃত্রিম মাটির মানুষ - এই সাফল্যের মধ্যেও বম্বের জীবনধারাকে না মানতে পেরে, ১৯৫০ এ, একবার কলকাতাগামী ট্রেনে প্রায় উঠেই পড়েছিলেন।

তাঁর সৌভাগ্য আর আমাদের মতো বাংলা গান প্রেমীদের দুর্ভাগ্য যে, শচীন দেব বর্মনের তখন ফেরা হয়নি। তাহলে হয়তো তাঁর ব্যাক্তিগত ক্যারিয়ার এতটা সমৃদ্ধ হতোনা, তবে বাংলা গানের ভুবনে আরও অনেক অনেক বেশি কালজয়ী গান সন্নিবেশিত হতো। ১৯৭৫ এর ৩১ শে অক্টোবর শচীন দেব বর্মনের মহাপ্রয়াণ ঘটে। শচীন দেব বর্মণ - রেয়ার বাংলা গান - ৪ সিডি বক্স-সেট কোয়ালিটি - ১৩০ কেবিপিএস ভিবিআর এমপি৩ ফাইল সাইজ - ৫২ + ৪৯ + ৪৮ + ৫৩ মেগাবাইটস ডাউনলোড - শচীন দেব বর্মণ - রেয়ার বাংলা গান - সিডি ১ শচীন দেব বর্মণ - রেয়ার বাংলা গান - সিডি ২ শচীন দেব বর্মণ - রেয়ার বাংলা গান - সিডি ৩ শচীন দেব বর্মণ - রেয়ার বাংলা গান - সিডি ৪ সূচী - রেয়ার বাংলা গান - সিডি ১ ১। ডাকলে কোকিল রোজ বিহানে ২।

এই পথে আজ এস প্রিয়া ৩। ও কালো মেঘ বলতে পারো ৪। এই কাননের ফুল নিয়ে ৫। স্বপন না ভাঙ্গে যদি ৬। আজি রাতে কে আমারে ৭।

রইব না আর উজান ৮। প্রানের প্রভু রহে প্রানে ৯। মন দুখে মরিরে সুবল ১০। কণ্ঠে তোমার দুলে বলে ১১। এই মহুয়া বনে ১২।

নিশীথে যাইও ফুল বনে ১৩। স্বপন দেখেছে গিরিরানী ১৪। বিদায় দাও গো মোরে ১৫। বন্ধু বাঁশি দাও মোরে ১৬। ওরে সুজন নাইয়া ১৭।

তুমি নি আমার বন্ধু ১৮। বল বল বধূ ১৯। জাগার সাথী গো মম ২০। নতুন ফাগুনে যাবে রেয়ার বাংলা গান - সিডি ২ ১। তোমারি সাথে সুরে ২।

পরদেশে কেন গো ৩। মম মন্দিরে এলে কে ৪। ফুলের বনে থাকো ভ্রমর ৫। কে যাবি চল বৃন্দাবনে ৬। ঝন ঝন ঝন মঞ্জির ৭।

পোহাল রাতি জাগিয়া ৮। গৌর রুপ দেখিয়া ৯। পিঞ্জিরার পাখীর মতো ১০। তুমি যে ছিলে মোর ১১। জাগো মম সহেলী গো ১২।

প্রেম যমুনার পারে ১৩। সাজে নওল কিশোর ১৪। ওরে বন্ধুরে মনের ১৫। চম্পক জাগো জাগো ১৬। কাঁদিব না ফাগুন গেলে ১৭।

মেঘ ঝরে যায় ১৮। ছিল মাধবী রাতি গো ১৯। আমার মিলন মালতী ২০। আমি ছিনু একা রেয়ার বাংলা গান - সিডি ৩ ১। কি মায়া লাগলো চোখে ২।

ওরে অবোধ নেয়ে ৩। বাশুরিয়া রে কোথায় শিখেছ ৪। আমার কি হোল ৫। প্রিয় আজ নয় ৬। গোধূলির ছায়াপথে ৭।

মলয়া চলে ধীরে ধীরে ৮। কোকিলারে গেও না গান ৯। বিদেশীরে উদাসীরে ফিরে ১০। কে যেন কাঁদিছে ১১। জনম দুখী সীতা ১২।

বাংলার মেয়ে বাংলারই তুমি ১৩। কথা কও দাও সাড়া ১৪। বন্দর ছাড় যাত্রীরা সবে ১৫। নতুন ঊষার সৈনিক ১৬। মধু বৃন্দাবনে দোলে ১৭।

যবে অলকের ফুল ১৮। ফিরে গেছি বারে বারে ১৯। শ্যাম রুপ ধরিয়া ২০। কাল সাগরের মরণ দোলায় রেয়ার বাংলা গান - সিডি ৪ ১। ললিতা মরমী সখী ২।

পিয়া শোনে মিলন পিয়াস ৩। রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে ৪। তুই কি শ্যামের বাঁশি রে ৫। প্রিয়া রজনীগন্ধা বনে ৬। ধিক ধিক আমার এ জীবনে ৭।

ভুলায়ে আমায় দু দিন ৮। কে আমারে আজো পিছু ডাকে ৯। গায় যে পাপিয়া (মীরা দেব বর্মণের সাথে) ১০। আজ দোল দিলো কি - মীরা দেব বর্মণ ১১। কেন আলেয়ারে বন্ধু ভাবি ১২।

বধূ গো এই মধুমাস ১৩। নীরবে আঁখি জলে ভরে কেন ১৪। এই চৈতী সন্ধ্যা যায় বৃথা ১৫। প্রেম যমুনায় হয়তো কেউ ১৬। হায় কি যে করি এই মন নিয়া ১৭।

বাঁশি তোমার হাতে দিলাম (মীরা দেব বর্মণের সাথে) ১৮। কে দিলো ঘুম ভাঙায়ে (মীরা দেব বর্মণের সাথে) ১৯। মরমিয়ারে এই উদাস মধুমাসে ২০। বাসরের ফুল গেল যে শুখায়ে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.