কত যে 'তেতুল বনে জোছনা ' নামবে ' , চাঁদের আলোয় কয়েকজন যুবক ' হেঁটে যাবে 'ময়ুরাক্ষীর ' তীর ধরে । হাজারো ' হিমু ' 'গৃহত্যাগী জোছনা ' য় ঘর ছাড়া হবে , 'এই আমি ' অবাক হয়ে দেখবো 'কোথাও কেউ নেই ' । 'নক্ষত্রের রাত ' এ 'শুভ্র , হয়ে ' ফেরা ' হবে না তাঁর । আচ্ছা ' শুন্য ' চোখে তাকিয়ে থাকা পাঠকের 'অপেক্ষা ' র প্রহর কি শেষ হবে ? ' যদিও সন্ধ্যা ' নামবে তারপরও কি 'বৃষ্টি বিলাস ' থেমে থাকবে ? 'অচিনপুর ' এ ' দরজার ওপাশ ' থেকে 'মেঘের উপর বাড়ি ' তে বসে গল্পের জাদুকর নিশ্চই আমার 'এলেবেলে ' লেখা দেখে মিটিমিটি হাসছেন । 'প্রথম প্রহর' কিংবা 'দিনের শেষে ' , 'একা একা ' বসে 'কে কথা কয় ' ? গল্পের জাদুকর ' আজ দুপুরে তোমার নিমন্ত্রণ ' রইলো ।
'চক্ষে আমার তৃষ্ণা' , নিয়ে ' তোমাকে ' 'আনন্দ বেদনার কাব্য , শোনাবো । কোনো এক ' কবি ' ' রুপালি দ্বীপে , বসে হয়তবা ' জনম জনম ' সমুদ্র বিলাস ' দেখছেন । 'বাদল দিনের দ্বিতীয় কদম ফুল ' খোপায় গুঁজে ' প্রিয় পদরেখা ' খুঁজতে চাইছে ' রুমালি । 'একি কান্ড ' 'উদ্ভট গল্প ' যে বলেই চলছি । ' রোদন ভরা এ বসন্ত ' বেলায় প্রিয় লেখকের 'আরো বই' , নিয়ে কাটিয়ে দিতে চাই আরো ' কিছুক্ষণ ' ।
'অন্যদিন ' 'অপরাহ্ন' বেলায় ' 'অচিনপুর ' এ থাকা সে মেয়েটির 'ছায়া সঙ্গী ' হবে কে ? 'তোমাদের এই নগরে ' 'হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম ' হয়ে ' সে আসে ধীরে ' কিন্তু 'হিমুর মধ্য দুপুর ' কেটে যায় ' চলে যায় বসন্তের দিন ' কিন্তু 'শ্রেষ্ঠ হিমু ' আর ফেরে না । ' যখন নামবে আঁধার' তখন 'আমার আপন আঁধার ' এ ' রুপা ' হয়ে 'তন্দ্রা বিলাস ' কাটিয়ে 'এই আমি ' তোমারই জন্য 'অপেক্ষা ' করবো ।
গল্পের জাদুকর তুমি ফিরে আসো , আর কাঁদতে ভালো লাগে না । খুব ইচ্ছে করে বৃষ্টিতে ভিজি । তোমাকে ছাড়া ভেজা হয়ে ওঠে না
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।