আমাদের কথা খুঁজে নিন

   

যারা কলেজে ভর্তি হতে যাচ্ছ, শুধু মাত্র তাদের জন্য, বাস্তবতা কি শিখ!

অতি সাধারন মানুষ হিসেবেই থাকতে চাই। মানুষের আবেগ আর কষ্ট যেন আমাকেও ছুয়ে যায়। কখনো সূক্ষ্ম অনুভুতি গুলুও যেন ভোতা হয়ে না যায়। "ভাইস্তা চুলতো বড় হয়নি কাটতি আইসিছো যে ? ঢাকায় ভর্তি হচ্ছি তো.. ঢাকায় ! ? দেখি দিনি কানডা ইরাম কইরে ধরো দিনি.. পাইত্তিছেনা তুমি বরং অন্য জায়গায় টিরাই করো..." বাস্তবে ভর্তির ব্যপারে এমনটা না হলেও ভাল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা কতটা কঠিন এটা একমাত্র ভুক্তভোগীরাই ভাল জানেন.. আবার বছর খানেক নাম মাত্র কলেজে ভর্তি হয়ে পরবর্তিতে আবার ট্রাই মারার জন্য বসে থাকার সংখ্যাটাও কম না ! বলা হয় এখানেই জীবনের সুরুয়াত.. যারা রওয়ানা দিয়েছেন শহরের ভাল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তাদের বলছি যেখানেই থাকুন মেস সাবলেট কিংবা ছাত্রাবাসে বন্ধুত্ব করুন জীবনমূখী কারো সাথে তুলনা মুলক ভাল ছাত্র যাদের অভিপ্রায় আছে অনেক বড় হওয়ার !! ভুলেও কোন লাভগুরুর সাথে নয় ! কারন ৪/৫টা মেয়ের সাথে একসাথে প্রেম করা আর কর্মক্ষেত্রে ৪/৫ জনকে পেছনে ফেলে নিজের যোগ্যতা প্রমান এক কথা নয় ! ভর্তির সাথে সাথে নুন্যতম সেলারীর বিনিময়ে হলেও খোজ করুন কোন পার্ট টাইম জব এর ৷ এতে যেমন চাকরির বাজারে সবসময় আপনি থাকবেন আপডেটে তেমনি আপনার থাকবে এ ব্যপারে ব্যপক নেটওয়ার্ক ! অন্যথায় শেষ বেলায় সার্টিফিকেট হাতে ঘুরবেন আর বলবেন: "মামা নাই দেইখা চাকরীটা হলো না"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.