আমাদের কথা খুঁজে নিন

   

ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে

Shakib বই না নিয়ে কলেজে গেলে কঠিন শাস্তির ব্যবস্থা করে আমাদের ইংরেজী সার । আজ ছিল হাসিব সারের ইংরেজী ক্লাস । আল আমিন ,শুভ ,তামিম ,সাকিব ,সোহেল একজন ও ইংলিশ টেস্ট পেপার নিয়ে আসে নাই । আমি তো মজায় আছি । আমি বই নিয়ে এসে এসেছি এই ভেবে ।

কিন্তু একি যখন বেগ থেকে বইটা বের করলাম দেখি এটা তো ইংলিশ টেষ্ট পেপার না এটা তো সলেইসন । পরে তিন তলা থেকে বই আনতে গেলাম দুতলায় কর্মাসের ক্লাসে । যেই ক্লাসে ডুকলাম সেই সিরাজ সার এসে হাজির । প্রান নিয়ে দৌড়ালাম তিন তলায় উঠলাম । ও দিকে সার পিছন থেকে আসছিল ।

যদি একবার ধরা পরতাম তাহলে সবাই জানে কি হত । গেল এক বিপদ । এরপর শুরু হল গোয়েন্দা মিশন । পুরা ছয় জন গেলাম নিচতলায় । বারান্দা দিয়ে দেখলাম ঐ ক্লাসে হাসিব সার ক্লাস নিচ্ছে ।

উনি এরপর আমাদের তিন তলায় ক্লাস নিতে যাবেন । আমাদের টার্গেট হল জানালা দিয়ে বই নিয়ে সারের আগে পরের সিরি দিয়ে ক্লাসে যাওয়া । একজনকে পাহাড়া বসানো হল যে সার বের হলেই সিগনাল দিতে । আর ওর সিগনাল দেখে উল্টা পাশ দিয়ে বই নিয়ে দৌড় দিব । অবশেষে সাকশেস হলাম ।

ঐ ক্লাস থেকে বই নিয়ে অন্য সিরি দিয়ে সারের আগে ক্লাসে এলাম সবাই । ঠিক যেন গেইস এর মত । সারাজীবন মনে থাকবে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.