আমাদের কথা খুঁজে নিন

   

কলেজে একদিন......



আমার কলেজ জীবনের একটি রোমাঞ্চকর ঘটনা এখানে শেয়ার করলাম............. কলেজে মাত্র নতুন উঠেছি। ক্লাস হয়েছে তিন-চারদিন হবে। সেদিন ছিল মঙ্গলবার। প্রথম ক্লাসটা অফ্‌। আমরা কয়েকজন স্টুডেন্ট লাইব্রেরীর সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি আর চা খাচ্ছি।

হঠাৎ দেখি একটা লাল রঙের প্রাইভেট কার কলেজ কম্পাউন্ডের ভিতরে এসে থামল। গাড়ী থেকে একজন ভদ্রলোক নামলেন। ওনার সামনেই কয়েকজন স্টুডেন্ট ঘোরাঘুরি করছিল। উনি তাদের সাথে কথা বলতে লাগলেন। আমরা দূর থেকেই তা দেখছিলাম কিছুটা আগ্রহ নিয়ে, যদিও বুঝতে পারছিলাম না উনি কে।

আমাদের একজন ক্লাসমেট সবাইকে লাইব্রেরীর ভিতরে যেতে বলল। আমরা তার কথায় কান না দিয়ে সেখানেই দাঁড়িয়ে চা খাচ্ছি, এমন সময় একজন কলেজ কর্মচারী দৌড়ে এসে আমাদেরকে বলল, "আপনারা তাড়াতাড়ি ভিতরে যান! সেক্রেটারি সাহেব কলেজ রাউন্ড দিতে এসেছেন। " এতক্ষণে আমাদের টনক নড়ল। সবাই চায়ের কাপ নিয়েই লাইব্রেরীর ভেতর দৌড় দিলাম। কিন্তু লাইব্রেরী ম্যাডাম কিছুতেই আমাদেরকে চা নিয়ে লাইব্রেরীতে বসতে দিতে রাজি হচ্ছিলেন না।

অনেক করে অনুরোধ করায় আর কারণটা বুঝিয়ে বলায় অবশেষে তিনি রাজি হলেন। আমাদের হাতে কোন বইখাতা না থাকায় চটপট লাইব্রেরীর পেপারগুলো নিয়ে চেয়ারে বসে পড়লাম। সেক্রেটারি স্যার সবার আগে লাইব্রেরীতেই ঢুকলেন। আমাদের তো মাথায় হাত- সবার হাতেই চায়ের কাপ- কোথায় লুকাই! প্রথমে পেপার দিয়ে আড়াল করে রাখলাম। কিন্তু মন শান্ত হল না।

তাই টেবিলের নিচে ফ্লোরে কাপ রেখে পা দিয়ে আড়াল করে রাখলাম। সেক্রেটারি স্যার পুরো রুমটা ঘুরে দেখলেন। ম্যাডামও সাথে সাথে ছিলেন। আমার চেয়ারের ঠিক পিছনে, একটু বাঁয়ে দাঁড়িয়ে উনি ম্যাডামকে লাইব্রেরীর নিয়ম-কানুন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করতে লাগলেন। ম্যাডাম ঠিকমত সব প্রশ্নের উত্তর দিলেন।

অবশেষে সেক্রেটারি স্যার লাইব্রেরী থেকে বের হয়ে অন্য কোনদিকে চলে গেলেন। আমরা সবাই হাঁফ ছেড়ে বাঁচলাম.................... সত্যিই- সেই দিনটা ছিল দারুণ রোমাঞ্চকর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.