আমাদের কথা খুঁজে নিন

   

আকুল আবেদন।

আজ তুমি অন্যের...........প্রীতি! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তোয়ায়েলকে বাচাঁতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২য় বষেংর মেধাবী ছাত্র মুহাম্মদ তোফায়েল ইনাম প্রধান,দীর্ঘদিন যাবত ‌‌'' বাইলেটারেল নিউরাল ফোরামিনাল ন্যারোয়িং ডিউ টু প্রট্রুডেড ডিস্ক" রোগে আক্রান্ত। বিশেষজ্ঞ চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর পরামর্শ দিয়েছেন। এতে তার চিকিৎসা বাবদ আনুমানিক ১২ লক্ষ টাকার প্রয়োজন,এতো টাকা তার পরিবারের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। ইতিমধ্যে তার পরিবার ও আত্নীয় স্বজনরা চিকিৎসার জন্য সহায় সম্বল বিক্রি করে নিঃস্ব।

বর্তমানে টাকার অভাবে তোয়ায়েল নিজ বাড়ীতে মৃত্যুর প্রহর গুনছে। আমরা কি পারিনা তার জন্য কিছু করতে ? ভুপেন হাজারিকার সেই বিখ্যাত গান " মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য" তার অসহায় পিতা-মাতা,ভাই-বোনদের সাথে একাত্নহয়ে ব্লগার বন্ধু ও সমাজের ধনী-গরীব নির্বিশেষে সবার কাছে আকুল আবেদন আসুন তোফায়েলের জন্য কিছু করি। আর্থিক ভাবে না হলে কথার মাধ্যমে। আল্লাহর কাছে দুহাত তুলে। তোফায়েলকে সাহায্য পাঠানোর ঠিকানাঃ- মুহাম্মদ তোফায়েল ইনাম প্রধান পিতাঃ- আবু তালেব প্রধান গ্রামঃ- বালুয়াভাটা উপজেলাঃ- বদরগঞ্জ জেলাঃ- রংপুর।

মোবাইল নং- 01737-603251. সঞ্চয়ী হিসাব নং- ১৯৬১৯( অগ্রণী ব্যাংক লিঃ,বদরগঞ্জ শাখা রংপুর। ) DUTCH-BANGLA BANK LTD DHAKA ACCOUNT NO. 118.105.82687 পরিশেষে মডারেটরকে পোস্ট ষ্টিকি করার জন্য অনুরোধ করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।