আমাদের কথা খুঁজে নিন

   

আকুল আবেদন

কলপনার মাঝে ভেসে আছি আকঁাবাকা মেঠো পথে রূপের জলসা খেয়া ঘাটে বরষা ভেজা কচি ঘাসে কুয়াশা ঢাকা নিকতনে ব্যস্ত মাঝির জলের ফাঁদে রাখাল ছেলের করুন সুরে আলো-আধাঁরের সুপ্ত ভোরে ছোট্ট শিশুর খেলার ছলে রাঙ্গা ভাবীর চুরির কাপনে নকশী কাথায় সুতার গাথনে কোথায় তুমি লুকিয়ে আছো ? সকাল শেষে সন্ধ্যা নামে রাতের বেলা জোনাক জ্বলে । বলবে আমায় ,আসবে কবে ? কখোন হবে প্রভাতফেরী জানিনা আর কত দেরী । জমে আছে অনেক কথা মনের গহীনে বইছে ব্যাথা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।