আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)
গত বছর শীত থেকেই গ্যাস সংকট শুরু হয়েছে পুরো এই একটা বছর জুড়ে তা ছিল। সকালে ৯ টার পরে যেতো আর দুপুর ৩টার পরে আসতো।
আবার সন্ধ্যার পরে গিয়ে ১০টার পরে আসতো। সারাটা রোজায় সকালের বানানো ঠান্ডা ইফতারী খেয়েছি। এত দিন ঠান্ডা খেলেও খাবার কপালে জুটতো কিন্তু এখন(!) হায় কপাল! শীত বাড়ার সাথে সাথে এমন তীব্র সংকট শুরু হয়েগেছে...!!!
এত দিন দেখেছি সকাল ৮.৩০ এ গিয়েছে। এর মধ্যে যে রান্না করতে পেরেছে তার কপাল ভাল, আর যে পারেনাই সে উপোস। সেই গ্যাস এসেছে রাত ১১ টার পরে।
সকালে কোনো রকম তাড়াহুড়ো করে রান্না করা গেছে। গত কালকে পাশের বাসায় যেয়ে দেখি ৬ বাছর আর সাড়ে ৪ বছরের বাচ্চা দুটো কান্না কাটি করছে খিদায়। পরে আম্মা আমাদের বাসা থেকে নুডুলস দিয়ে এসেছে খাওয়ানোর জন্য। আজকে যা দেখলাম তাতে মনে হল সপ্তাহ খানেক পরে আর চুলা জ্বলবে না। আজকে ৭.৩০ এ ই গ্যাস চলে গেছে কখন আসবে তার আর ঠিক নাই।
দেশে গ্যাসের এই চরম সংকট সেখানে নাকি আবার আমাদের বংগ কন্যা, দেশ নেত্রী, জননেত্রী পার্শবর্তী দেশে ১২ ফুট পাইপ দিয়ে গ্যাস দিচ্ছেন, যা ইতিপূর্বে কোন সরকার ই করেন নাই।
তো দেশ নেত্রীর কাছে আমার আকুল আবেদন যে সব গ্যাস আপনি দাদাদের দিয়ে দিন। যে সব দেশে গ্যাস নেই তারাতো চলছে। গ্যাস না থাকলে আমরা তখন সেভাবেই চলব।
জানি আমার এই আবেদন নেত্রীর কানে পৌছুবে না।
আমার এইটুকু সাধ্যই আছে, এর বেশী না। যদি কোনো ভাবে আপনার কাছে এই আবেদনটি পৌছায় তবে নিজেকে বেশ ভাগ্যবতী মনে করব।
দৃষ্টি আকর্ষন: দয়া করে কেউ বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করবেন না। আমি একজন সাধারন মনুষ। রাজনীতির মার প্যাচ বুঝিনা।
আর রাজনীতি করার জন্যও পোষ্ট দেই নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।