একবার একটি কৌতুক শুনেছিলাম:
পুরুষ লোক দুই প্রকার..........১. জীবিত কিংবা
২. বিবাহিত
তো এই কৌতুক অনুসারে এখনও জীবিত আছি। কিন্তু কেমন করে আছি? বড় কষ্টে আছি! বিশেষ করে ব্যাচালারদের বাসা পাওয়া সংক্রান্ত ঝুট-ঝামেলায় ভয়াবহ যন্ত্রণার মধ্যে আছি।
আমি থাকি উত্তরায়। যে বাসায় এখন আছি সেই বাসার ভাড়া দিই ১৪০০০ টাকা। কিন্তু মালিক পক্ষ ভাবল সামনে নতুন বছর আসছে।
সুতরাং বাসা ভাড়া বাড়ানো যাক। জানুয়ারি থেকে বাসা ভাড়া দিতে হবে ২১০০০ টাকা। শুনে তো মাথায় হাত। ২১০০০ টাকা বাসা ভাড়া দিয়ে থাকার মত সামর্থ্য হয়নি এখনও।
অতএব বাসা ছাড়ার সিদ্ধান্ত হল।
জানুয়ারী, ২০০৯ সাল থেকে নতুন বাসায় উঠতে হবে। কিন্তু সেই চিরন্তন রীতি অনুযায়ী কেউই ব্যাচালারদের বাসা ভাড়া দিতে চাচ্ছে না। আমদের সকল বন্ধু এবং আমার আবস্থা খুবই কাহিল। প্রত্যেকেই হাইপার টেনশনের রোগী হয়ে উঠছি।
অথচ এই ডিসেম্বর মাসেই আমার সেমিষ্টার ফাইনাল।
তাছাড়াও রয়েছে সামনে ঈদ এবং নির্বাচন। এত সব ঝামেলায় বাসা খুজব কখন? কি যে ঝামেলায় আছি???
অথচ যদি এই মাসের মধ্যে বাসা কিংবা নিদেন পক্ষে কোন মেসে কিংবা হেস্টেলে একটা রুম খুজে না পাই তবে কি অবস্থা হবে আমি চিন্তাই করতে পারছি না।
উক্ত ব্লগ সাইটের সকল ব্লগারদের প্রতি আমার আকুল আবেদন যারা উত্তরা, নিকুঞ্জ কিংবা টংগী-র আশেপাশে থাকেন কেই কি আমাকে একটি বাসা (অবশ্যই ব্যাচালারদের জন্য) কিংবা একটি ভাল রুমের সন্ধান দিতে পারবেন? চিরকৃতজ্ঞ থাকব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।