আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রীরা চড় থেকে সাবধান!

চড় থেকে সাবধান! ভারতের দুই মন্ত্রীকে চড় মেরে আলোড়ন তোলা যুবক হারবিন্দার সিং এবার তৃতীয় এক মন্ত্রীকে একইভাবে হেনস্তা করার মতলব করেছেন। এ ব্যাপারে দেশটির গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে, চড় থেকে সাবধান! আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়। ২৭ বছর বয়সী যুবক হারবিন্দারের জীবনের লক্ষ্য বড় অদ্ভুত। গত বছর দেশটির বড় মাপের দুই রাজনীতিকের গালে চড় বসিয়েছিলেন তিনি। দুর্নীতি ও জিনিসপত্রের দাম বাড়ানোর অভিযোগ তুলে তিনি একই কাণ্ড ঘটানোর পরিকল্পনা নিয়েছেন বলে গোয়েন্দা সংস্থার দাবি।

খবরে বলা হয়েছে, ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) হারবিন্দার সিংয়ের ব্যাপারে একটি সাধারণ সতর্কতা জারি করেছে। ওই সতর্কতায় বলা হয়েছে, ২০১১ সালে মাত্র পাঁচ দিনের ব্যবধানে সাবেক টেলিকম-মন্ত্রী সুখরাম ও কেন্দ্রীয় মন্ত্রী শারদ পাওয়ারকে চড় মারার পর তিনি এখন মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী কপিল সিবালকেও প্রকাশ্যে চড় মারতে পারেন। সূত্রের দাবি, হারবিন্দার সিং কিছু সংগঠনের পৃষ্ঠপোষকতা পেয়ে এ কাজ করতে পারেন। এ সতর্কতার পরিপ্রেক্ষিতে ইন্টালিজেন্স ব্যুরোর একটি দল গতকাল বুধবার হারবিন্দার সিংয়ের বাসায় গিয়ে এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন। এদিকে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে গতকাল ফোনে আলাপকালে হারবিন্দার সিং বলেন, ‘হ্যাঁ, আমি কপিল সিবালকে চড় মারতে চাই।

আমি এমন একটি সুযোগের অপেক্ষায় আছি। ’ গোয়েন্দা কর্মকর্তারা তাঁর সঙ্গে দেখা করেছেন বলেও তিনি নিশ্চিত করেন। আইবি দিল্লি পুলিশকে এ ব্যাপারে জানিয়ে সতর্ক থাকতে বলেছে। সূত্র জানায়, এটি একটি সাধারণ সতর্কতা। হারবিন্দার সিং মন্ত্রীকে চড় মারতে পারেন বলে এর মধ্যে কপিলকে মৌখিকভাবে জানানো হয়েছে।

এই সতর্কতা জারির পর নয়াদিল্লি পুলিশ ও পুলিশের অন্যান্য শাখা তাঁর ওপর কড়া নজর রাখছে। এ ছাড়া কপিলের অনুষ্ঠানের তথ্যও গোপন রাখা হচ্ছে। দিল্লির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা দাবি করেছেন, ‘সিং মানসিকভাবে ভারসাম্যহীন বলেই এমন কাজ করার কথা বলছেন। তবে আমরা এ ধরনের কোনো ঘটনা ঘটার আশঙ্কা দেখছি না। ’ (প্রথম আলো থেকে কপি পেস্ট)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.