সবাই পদত্যাগ করছেন কি না- তা এখনো খোলসা না হলেও দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, রোববার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন তারা।
মনোনয়নপত্র দাখিলের পর গত মঙ্গলবার নাটকীয় এক ঘোষণায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
পরদিন তিনি নির্বাচনকালীন সরকারে থাকা তার দলের মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টাদের পদত্যাগ করতে বলেন তিনি।
এরপর বৃহস্পতিবার রওশন এরশাদসহ জাতীয় পার্টির কয়েকজন নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেও তারা পদত্যাগপত্র দেননি।
সেদিন এরশাদ তার দলের মন্ত্রীদের পদত্যাগপত্র জমা নেয়ার কথা জানিয়ে বলেছিলেন, শনিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্রগুলো হস্তান্তর করবেন।
নির্বাচনকালীন সরকারে জাতীয় পার্টির মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টারা হলেন রওশন এরশাদ, জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন বাবলু, মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম।
তবে পদত্যাগ করা নিয়ে মতভিন্নতা রয়েছে এবং নির্দেশ মেনে কয়েকজন এরশাদের কাছে পদত্যাগপত্র দেননি বলে সংবাদপত্রে খবর প্রকাশ হয়।
এরপর এরশাদ শনিবার দুপুরে তার বারিধারার বাড়িতে সাংবাদিকদের বলেন, তার দলের মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিতে যাচ্ছেন।
তবে এরশাদের বারিধারার বাড়ি থেকে বেরিয়ে মন্ত্রীরা রওশন এরশাদ ও হাওলাদারের বাড়িতে আলাদা দুটি বৈঠক করেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে আসা আনিসুল ইসলাম মাহমুদ ও বাবলু গুলশানে রওশনের বাড়িতে ছিলেন।
এছাড়াও ছিলেন সালমা ইসলাম ও চুন্নু।
রওশনের বাড়িতে থেকে বেরিয়ে গুলশানে হাওলাদারের বাড়িতে বৈঠকে যান চুন্নু। সেখানে আগে থেকে বৈঠকে ছিলেন কাদের।
এরপর তারা তিনজনই বারিধারায় এরশাদের বাড়িতে যান। এই সময় মন্ত্রী হিসেবে কাদেরের গাড়িতে জাতীয় পতাকা থাকলেও পতাকাবিহীন গাড়িতে ছিলেন হাওলাদার।
সেখানে হাওলাদার সাংবাদিকদের বলেন, তারা পদত্যাগপত্র এখনো দেননি।
“জাতিসংঘের একজন প্রতিনিধি (অস্কার ফার্নান্দেজ-তারানকো) বাংলাদেশ সফর করছেন, অন্যদিকে ছুটির দিন হওয়ায় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাওয়া না যাওয়ায় আজ পদত্যাগপত্র দেয়া সম্ভব হয়নি। ”
কবে পদত্যাপত্র জমা দেবেন- জানতে চাইলে হাওলাদার বলেন, “আগামীকাল কোনো এক সময় পদত্যাগপত্র জমা দেয়া হবে। ”
তবে সভাপতিমণ্ডলীর সদস্য জিএম কাদের বলেন, “আমরা দলের চেয়ারম্যানের কাছে আমাদের পদত্যাগপত্র দিয়েছি, তিনি যা ভালো মনে করেন করবেন। ”
সবাই পদত্যাগপত্র দিয়েছেন কি না- জানতে চাইলে সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান দুজনই।
চুন্নুর কাছে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি শুধু আমার খবর জানি। অন্যদের খবর আমার কাছে নেই। ”
এরশাদের কাছে এই প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, “পদত্যাগ করুক আর না করুক, সব দল অংশ না নিলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।