হাতের আইসক্রিমটা বিষ জানলে নিশ্চয়ই কেউ খাবেন না। কিংবা প্রিয় শিশুর বায়নাও মেটাবেন না কেউ। কিন্তু নিজের অজ্ঞাতে আইসক্রিমের নামে বিষই খাচ্ছেন প্রতিদিন। রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রায় একই অবস্থা। অনেক কারখানা আইসক্রিমের নামে রীতিমতো বিষ বাজারজাত করছে। ধরা পড়ছে কদাচিৎ। ঢাকার ৩৪/এ, ব্লক-এ, নয়ানগর, কাজলা এলাকার সাথী আইসক্রিম ও একই এলাকার ৫৮/এ, দক্ষিণ কাজলার আসলাম সুইটমিটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সাথী আইসক্রিম বিএসটিআই’র লাইসেন্স না নিয়ে সরাসরি ওয়াসার সাপ্লাই পানি দিয়ে নিম্নমানের ফ্লেবার, রঙ, খাদ্যে ব্যবহার নিষিদ্ধ স্যাকারিন এবং বার্লি ব্যবহার করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানের সংরক্ষিত বার্লির বস্তায় মরা তেলাপোকা এবং এক বস্তা সম্পূর্ণ খাদ্যে ব্যবহার নিষিদ্ধ স্যাকারিন উদ্ধার করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।