ধাঁধা-১৩১ কী এমন জিনিস যা শব্দ হলেই ভেঙে যায়? ধাঁধা-১৩২ পারলে বলেনত দেখি – সাতের মধ্যে মা জননী। শেষ কথাটা সবাই জানি। এইটা কি? ধাঁধা-১৩৩ কী এমন জিনিস যা এক কোণায় বসে সারা পৃথিবী ঘুরে বেড়ায়? ধাঁধা-১৩৪ পারলে বলেনত দেখি – টুক-টুক দু’চার বাড়ি, খানিকক্ষন লছর-পছর, হয়ে গেল যখন ধূয়ে দিল তখন। এইটা কি? ধাঁধা-১৩৫ তিন গোয়েন্দা সর্বপ্রথম কোন বইয়ে হ্যারিসন ওয়াগনার ফগর্যাম্পারকটের সাথে দেখা করে? (যদি ৩ গোয়েন্দা পড়ে থাকেন) ধাঁধা-১৩৬ পারলে বলেনত দেখি – সাগরে জন্ম তার আকাশে উড়ে, পর্বতের কাছে মার খেয়ে কেঁদে কেঁদে মড়ে। এইটা কি? ধাঁধা-১৩৭ কোন্ সে শয়তান, নাকে বসে ধরে কান। ধাঁধা-১৩৮ পারলে বলেনত দেখি – হাড় মট মট বাকলে দড়ি, তার পাতাতে হই তরকারী। এইটা কি? ধাঁধা-১৩৯ তিন অক্ষরের নাম তার বিচি কলা খায় মধ্যের অক্ষর বাদ দিলে জলে উইড়া যায়। ধাঁধা-১৪০ পারলে বলেনত দেখি – কালিদাসের ছোট বেলার কথা, ৯০০০ তেতুল গাছে কয় হাজার পাতা। আগের পর্ব
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।