ধাঁধা-১৫১
ধরুন,
মি: ইউনুস দেশের বাইরে যাচ্ছেন বলে ঠিক হল। পরদিন সকালে যাত্রা, টিকেট কনফার্ম। কিন্তু তার বাড়ির নাইট গার্ড এসে তাকে বলল যে, “স্যার আমি সপ্নে দেখেছি আপনি যে প্লেনটার টিকেট কেটেছেন তা ক্রাশ করবে। ”
মি. ইউনুস তার কথার গুরত্ব দিলেন এবং ফ্লাইট বাতিল করলেন। পরের দিন জানা গেল , সত্যি সত্যি প্লেনটা ক্রাশ করেছে।
মি. ইউনুস জানে বেচে গেলেন, এই ভেবে স্বপ্ন দেখা তার কর্মচারীটিকে নগদ এক লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করলেন এবং একই সাথে তাকে চাকুরী থেকে বরখাস্ত করলেন।
আমার প্রশ্ন হলো , পুরস্কৃত করলেন ঠিক আছে, কিন্তু চাকুরী থেকে বরখাস্ত করলেন কেন?
ধাঁধা-১৫২
বাংলা বর্ণমালার অক্ষরগুলো একবার ইংরেজী বর্ণমালার অক্ষরগুলোকে টি-পার্টিতে আমন্ত্রণ জানাল। নির্ধারিত সময়ের কিছু আগেই মেহমানরা আসা শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই পার্টি বেশ জমে উঠল। তবে কয়েকজন মেহমান পার্টি শেষে উপস্থিত হল। কারা(কোন অক্ষরগুলো) পার্টি শেষে উপস্থিত হয়েছিল এবং কেন?
ধাঁধা-১৫৩
সমগ্র বাংলাদেশের ওজন কত?
ধাঁধা-১৫৪
পেটে খায় পিঠে চলে কোন জিনিস।
ধাঁধা-১৫৫
কোন জিনিস কাটলে আলাদা হয় না।
ধাঁধা-১৫৬
আমাকে কাটা হলে আমি কাঁদি(ক্রন্দন করা) না,
কিন্তু যে আমাকে কাটে সে-ই পরে কাঁদে।
ধাঁধা-১৫৭
আমার স্ত্রী আমাকে দেখলে দেয়না অথচ অন্যকে দেখলেই দেয়, সেটা কি?
ধাঁধা-১৫৮
জেনিশার আব্বু তার প্রতি জন্মদিনে এক হাজার টাকা করে ব্যাংকে জমা করেন। কিন্তু জেনিশার যখন ১৮ বছর পূর্ন হল দেখা গেলো অ্যাকাউন্টে মাত্র চার হাজার টাকা জমা আছে। কারনটা কি??
ধাঁধা-১৫৯
চলিতে চলিতে তাহার চলা হল ভার
মাথাটি কাটিয়া দিলে চলিবে আবার।
জিনিসটা কি?
ধাঁধা-১৬০
চোখেতে যায় না দেখা, কর্ণে শোনা যায়
উড়াল দিয়ে আসে সে উড়াল দিয়ে যায়।
আগের পর্ব ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।