আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি ধাঁধা। দেখুন..........তো পারেন কিনা! পর্ব-১৩ (একটু কঠিন)

ধাঁধা-১৪১ পারলে বলেনত দেখি – চামড়ার বন্ধুক হাওয়ার গুলি, মারে ঠুস ঠাস। এইটা কি? ধাঁধা-১৪২ দেখে এলাম মিয়া বাড়ির হাটে এক ছেলে দুই মায়ের পেটে। বলেন দেখি কি?? ধাঁধা-১৪৩ পারলে বলেনত দেখি – সমুদ্রতে জন্ম আমার থাকি সবার ঘরে। একটু পানির পরশ পেলে যাইগো আমি মরে। এইটা কি? ধাঁধা-১৪৪ উড়তে পাখি ঝুমুর ঝুমুর, বসতে পাখি ধাঁধাঁ, আহার করতে যায়রে পাখি, লেজ থুয়ে যায় বাধা।

ধাঁধা-১৪৫ পারলে বলেনত দেখি – বার মাসের মেয়ে তের মাস গেলে গন্ডায় গন্ডায় জন্ম দেয় অগনন ছেলে। এইটা কি? ধাঁধা-১৪৬ পারলে বলেনত দেখি – এই আছে এই নাই, ডাক দিয়ে ভয় দেখায়। এইটা কি? ধাঁধা-১৪৭ মন দিয়ে পড়ুন মাসের হিসাব করুন খ্রীষ্টিয় সেই মাস জীবনের উচ্ছ্বাস উল্টা থেকে গুণুন একাদশে থামুন বলুন দেখি কী আসলো বুঝি ফাগুন না পারলে তাই বুদ্ধু হবে ভাই ধাঁধা-১৪৮ পারলে বলেনত দেখি – হারাইলে খুজিঁ পাইলে নেইনা তারে। এইটা কি? ধাঁধা-১৪৯ বরষা থেকে ব কে নিয়ে ইত্যাদিতে রাখুন ই এর আগে ব বসিয়ে দুই অক্ষর কাটুন প্রথম দিকের দুই অক্ষর রাখুন হাতের কাছে দিন জুড়ে তাই মেলার আগে বুদ্ধি করে পাছে বলুন দেখি কী পাওয়া যায় ছন্দ দোদুল দোলে না পারলে নেই উপহার শুধুই বুদ্ধু হলে। ধাঁধা-১৫০ পারলে বলেন্তো দেখি- ঘরের পিছে গাই, এক বয়ানে নাই।

এইটা কি? আগের পর্ব ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।