আমাদের কথা খুঁজে নিন

   

শুন্য হৃদপিন্ড (বান্ধবীর নাম দিয়ে লেখা কবিতা)

" বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে " আমার এক বান্ধবীর নাম দিয়ে একটা কবিতা লিখে ফেললাম (যদিও অনেক কম লিখি)অনিচ্ছাকৃত।প্রতিটি লাইনের প্রথম অক্ষর একসাথে করলে তার নাম বের হবে। ওরে অবশ্য এখনো শুনাই নি।আপ্নারা দেখুন তো কেমন হল-- "শুন্য হৃদপিন্ড" সে কি তুমি?? উষ্ম চুম্বনের সহযাত্রী… তিমিরের মাঝে জ্যোৎস্না প্লাবিত রাত্রী।। আজি এসেছি তব তোমার তরে জর্জরিত একবুক ভালোবাসার ঘোরে, মেকি কান্নার বুক চিরে রিচার্ড নিক্সন কিংবা চে’গুয়েভারা হয়ে।। আমারে লও আপন করি মিথ্যা, ন্য় তব সত্যের জয় হরি; ...... “ নয়তো ফিরায়ে দাও আমার সেই শুন্য হৃদপিন্ড!!!”  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।