জাগরী একটি নির্দলীয় মঞ্চ যেখানে বাংলাদেশের যুবসমাজ দেশের রাজনৈতিক ও নীতিনির্ধারণী ক্ষেত্রে সচেতন,সোচ্চার ও সক্রিয়ভাবে অংশগ্রহন করতে পারে।
www.jagoree.org
আমি গড়েছিলাম মাটির ঘর
থাকব বলে তোমায় নিয়ে
তুমি গড়িয়েছিলে বালির প্রাসাদ
ভালোবাসার কথা বলে
সইল না তোমার -
চলে গেলে কাঁচের প্রাসাদ পিছু
ভালোবাসা ফেলে দিয়ে
মাটির ঘরখানা পূড়ছে অনলে
তুমি নাই বলে শুন্যতায় দহনে
মাটির ঘর না হ্রদয় কুঠোর
ভেঙ্গে পড়ছে তাসের ঘরের মত করে
আর পাহারায় আমি একা দুয়ারে দাড়ায়ে দেখি
দহনের চিতাগ্নি
ঘরের না হ্রদয়ের কার জানি।
কেন এমন হয়?
এমন না হলেই কি নয়
এক এক করে গাঁথা মালা থেকে
একটি একটি করে ফুল পরে ঝরে
পড়ে থাকে সুতোটা একা
শুন্য হয়ে, শুন্যতা ঘিরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।