[রং=রহফরমড়]ভাবনার ডানা মেলে উড়ছি আমি [গাঢ়]আনাড়ি[/গাঢ়][/রং]
মা'র হাতে মার খেয়েছি কতবার মনে নেই।
একবার হবে হয়ত।
কারন মা আমাদের ভাইবোনদের কখনও মারতেন না। বকা দিয়েছেন অনেক।
ক্লাশ থ্রিতে একবার পরপর দুদিন স্কুলে যাইনি।
দ্্বিতীয় দিনে মা মেরেছিলেন তালপাতার পাখা দিয়ে। ঐ একবার তারপর আর কখনও মেরেছিল নাকি মনে নাই।
আজ মা'কে খুব মনে পরছে। কত দিন মাকে দেখি নাই। চারিদিকে কত মানুষ।
তারপরেও কি যেন নাই।
তোমার কোলে শেষ কবে শুয়েছিলাম মনে নেই। আবার কবে যে শুতে পারব।
ইশ তোমাকে কতদিন দেখিনাই মা।
আমার এখানে আর একদম ভাল লাগে না।
আমাকে এই খাঁচা থেকে কবে নিয়ে যাবে মা। আমার আর এক সেকেন্ডও ভাল লাগেনা। কেমন যেন দম বন্ধ হয়ে আসে..................... মা আমাকে প্লিজ এখান থেকে নিয়ে যাও। বুক ভেঙ্গে কান্না আসে মা। কাঁদতে পারিনা................।
... কষ্ট গুলো তোমাকে বোঝাতে পারছিনা মা........................ তুমি নিশ্চয় বুঝতে পার। তুমিতো আমার মা শুধু আমার...........................
মা তুমি কেমন আছ মা আমাকে ছাড়া............................(উফ আর লিখতে পারিনা)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।