হুতুমের মায়া ধ্বনি শোন ?- আঁধারের বেড়া দেয়া রাত , ঘুম বিলিয়ে দিয়েছ । হিসাবের খাতা ঘেঁটে কেটে চলেছ , তুমি নিরিবিলি ছক সংখ্যারেখায় হেটে গেলে যতটুকু তুমি উলটো দিকে – হিসাবে তুলে নাও। মেলে ধর - আসলে , যেচে এসে আলো দেয়া চাঁদ থেকে , আর অভিমানে কেঁদে ফেলা মেঘলা আকাশ – তুমি কিছুই শিখনি । পাখিদের কথকতা , লতাপাতা - ফুল, কিছু বুনো গাছ , পোকা , সাপ ,খড়কুটো , ব্যাঙের ছাতা যেভাবে আঁকড়ে থাকে – তার কিছুই দেখনি । অভিশাপ , দোয়া প্রান ভরা এত সুখ , ঘৃণা-ভালবাসা , এত ব্যাধি আর জরা কাছে ঘেঁষেছিল – রাখনি কিছুই তার শিখনি কিছু । সবই যে দিতে চায় , যে দেখাল মায়া যে রেখে যায় সবই তার কতটা রেখেছ ? যে চায় না দিতে , তারও কিছুই কারনি । চারিদিকে আঁধারের আবরনে রাত তুমি একজন – যার শুন্য হিসাব-এ খাতায় এখনো কিছুই জমেনি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।