বাংলা আমার...................
শুন্য পকেট ভাড়ার শুন্য
শুন্য জীবন গড়ের মাঠ
মগজ শুন্য জানো না তা
করছো কতো বিদ্যাপাঠ।
বিদ্যা পাঠের জন্য তুমি
গেছো অচীঁন পুরে
জীবন'টা তোর রইল শুন্য
বৃথাই শুধু ঘুরে।
ডিগ্রীর ঝোলা কাধেঁ নিয়ে
ঘুরছো দিবা-রাত্র
সন্ধে নামার পরে কিন্তু
শুন্য তোমার পাত্র।
শুন্য মনে ধরছে ঘূনে
ঘূন পোকাদের দখল সব
কর্ন-চক্ষু দেখো খুলে
শুন্য-শুন্য উঠছে রব।
মরিচিকা ছোঁয়া'র স্বপ্নে
জীবন তোমার হবে শেষ
আয়না দিয়ে দেখবে তুমি
শুভ্র-সফেদ তোমার কেশ।
জীবন তঁরী'র সরল অংক
কষলে দুঃখের বাঁজবে বীন
যোগ-বিয়োগে'র সমাধানে
রইবে শুন্য শুধুই ঋণ।।
.............................................................
........................................
মতিউর রহমান মিঠু(স্বপ্নবাজ)
৬'ডিসেম্বর-২০০৯ ইং
ব্রাক্ষ্মনবাড়ীয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।