জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** তুমি আমার নওতো সু্খ, তুমি সুখের বেদনা সব সপ্নের রং হয় নাতো, বেদনার মত নয় রঙ্গা। জীবনের সব কথা নয় আমি জীবনটাকেই বলতে চাই। হয়তো দু’বাক্য নয় সেতো, ভালবাসার কাব্য কয়... আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ...... তুমি বললে আজি দুজনে নীল রঙ্গা বৃষ্টিতে ভিজব। রোদেলা দুপুরে একসাথে নতুন সুরে গান গাইব... শেষ বিকেলের ছায়ায় নীল আকাশের বুকে আমি লাল রঙ্গা সপ্ন আকব আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ...... তোমার হাসির শ্রাবন ঢলে সপ্ন নিয়ে ভাসতে চাই (২) তুমি বললে আজ দু-জনে, সাত রঙ্গা প্রজ়াপতি ধরব... নোনাবালি চরেতে একই সাথে, আকাশের সমুদ্রে স্নান দেখব... গোধুলির আলো আধারিতে কেউ নেই সাথে দু-জ়না নীল এর বুকে আজ হারাবো আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ...... তোমার হাসির শ্রাবন ঢলে সপ্ন নিয়ে ভাসতে চাই (২)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।