বাংলা আমার...................
শুন্য পকেট ভারার শুন্য
শুন্য জীবন গড়ের মাঠ
মগজ শুন্য জানো না তা
করছো কতো বিদ্যাপাঠ।
বিদ্যা পাঠের জন্য তুমি
গেছো অচীনপুরে
জীবন টা তোর রইলো শুন্য
বৃথাই শুধু ঘুরে।
ডিগ্রী'র ঝোলা কাঁধে নিয়ে
ঘুরছো দিবা-রাত্র
সন্ধে নামার পরে কিন্ত
শুন্য তোমার পাত্র।
শুন্য মনে ধরছে ঘুনে
ঘুন পোঁকাদের দখল সব
করনো-চহ্মু দেখো খুলে
শুন্য শুন্য উঠছে রব।
মরিচিকা ছোঁয়া'র স্বপ্নে
জীবন তোমার হবে শেষ
আয়না দিয়ে দেখবে তুমি
শুভ্র্-সফেদ তোমার কেশ।
জীবন তঁরী'র সরল অংক
কষলে দুঃখের বাঁজবে বীণ
যোগ-বিয়োগে'র সমাধানে
রইবে পরে শুধুই ঋণ।
___________________
____________________
স্বপ্নবাজ
মতিউর রহমান মিঠু
০৬'ডিসেম্বর-২০০৯ ইং
বি বাড়ীয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।